মীরা দাস, চিন্তন নিউজ, ১৭ জুলাই: একটার পর একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। লকডাউনের প্রথমে তাদের ঘরে ফেরা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু এখন ঐ ছেড়ে আসা কাজের জায়গায় কি ভাবে ফিরে যাবেন বুঝতে পারছেন না। বিকল্প কাজ, পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা জনিত চিন্তা, এবং তা যে ন্যায্য দাবি, তা মেনেই হেল্প লাইন নম্বর দিয়ে পৃথক সেন্টার খুললো রাজ্যের সিটু সংগঠন, যাতে পরিযায়ী শ্রমিকরা সবরকম সমস্যার সহায়তা পান।
সংগঠন সূত্রের খবর সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নির্দিষ্ট কর্মিদের নিয়ে কল সেন্টার চালানো হচ্ছে। কোথায় কি ভাবে যোগাযোগ করতে হবে সে ব্যাপারে সাহায্য করছে সিটু। খবরে জানা যাচ্ছে যে বেশ কিছু নিয়োগকারী সংস্থা শ্রমিকদের আবার ডাকছেন কাজে। কিন্তু কিভাবে যাবেন শ্রমিকরা তার ব্যবস্থা করে উঠতে পারছেন না। আবার কোনক্রমে সেখানে পৌঁছালেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। একটি ক্ষেত্রে শ্রমিকরা জানিয়েছেন যে সিটুর সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের বিমানে করে গুজরাটের সুরাটে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ক্রমে যাওয়ার পরেই আবার লক্ ডাউন শুরু হয়ে যায়। বিপন্ন শ্রমিকদের সহায়তার জন্য সব রকম ভাবেই প্রস্তুত সিটু নেতৃত্ব।