রাজ্য

কর্মীদের ঘেরাও, বিক্ষোভে বেলেঘাটা আই, ডি হাসপাতালে ,


মীরা দাস:চিন্তন নিউজ:২৬শে মার্চ:- বেলেঘাটা আইডি হাসপাতালের প্রিন্সিপাল ও সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ করছেন নার্স, ও চতুর্থ শ্রেণীর কর্মীরা, অভিযোগ বিক্ষোভ কারিদের একাংশ জানিয়েছেন দাবি না মানা হলে কর্মবিরতী র পথে তারা যেতে পারেন।

তাঁদের অভিযোগ আক্রান্ত রোগীদের কাছে তাদের যেতে হচ্ছে, কিন্তু তার জন্য পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজার, বিশেষ রকমের পোশাক ও অন্যান্য নিরাপদ সরঞ্জামের অভাব রয়েছে , তাদের প্রচন্ড প্রানের ঝুঁকি নিয়ে রোগীর সেবা করতে হচ্ছে। তারা জানাচ্ছেন তাঁদের দিন রাত এক করে কাজ করতে হচ্ছে, কিন্তু সেইরকম পর্যাপ্ত খাবার, জল ইত্যাদি ক্যান্টিনে পাওয়া যাচ্ছে না ।

বিক্ষোভ কারিদের অভিযোগ তাদের যাতায়াতের আলাদা ব্যবস্থা রাখেনি হাসপাতাল কর্তপক্ষ। যেখানে গোটা রাজ্যে লকডাউন চলছে গণপরিবহন বন্ধ, কাজের শেষে বাড়ি ফিরতে সমস্যায় পড়ছেন অনেকেই। তার সাথে সাথে সামাজিক নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের অভিযোগ পরিচয় জানার পর এলাকায় তাঁদের একঘরে করে রাখা হচ্ছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।