নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২৬শে মার্চ:-আজ বৃহস্পতিবার হাট বার। হুগলী চুঁচুড়াতে মল্লিক কাসিম হাটে লম্বা মুড়ি কেনার লাইন। মানুষকে এত বলার সত্যেও মানুষ শুনছেন না, কারণ বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পারছেন না।
সবটাই কি মানুষের অসচেতনতা? না কি জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাধ্য হচ্ছেন বাজারে, হাটে বেড়োতে। সরকার যেমন লকডাউন করেছেন, প্রয়োজনীয় সামগ্রী যদি বাড়ি,বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হ’ত তাহলে বেশী করে মানুষের সহযোগিতা পাওয়া যেত বলে মত অনেকের।
চিন্তন এর পক্ষ থেকে এই চিত্র তুলে ধরা হচ্ছে , কারণ চিন্তন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমাজ সচেতনতা গড়ে তুলতে চায় ।