রাজ্য

শহীদ সুদীপ্ত গুপ্ত অন্তরে অন্তরতম হয়ে আছে।


মিতা দত্ত:চিন্তন নিউজ:২রা এপ্রিল:–তৃণমূলী প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতায় আসীন হয়েই নানাবিধ অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে। এর মধ্যে অন্যতম কলেজগুলিতে সুস্থ নির্বাচন ব্যবস্থা বাতিলও তৃণমূলীদের আখড়ায় পরিণত করার ঘৃণ্য চেষ্টা।

স্বাভাবিকভভাবেই রাজ্যের প্রগতিশীল ছাত্রসংগঠন এর বিরোধিতা করে ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আইন অমান্যের ডাক দেয়। কিন্তু এই আন্দোলনে আক্রান্ত হয় বহু ছাত্র তার মধ্যে সুদীপ্ত আঘাত গুরুতর ।আক্রমণের রূপ এতোটাই নারকীয় যে সুদীপ্ত গুপ্ত সঠিক চিকিৎসার অভাবে শহীদ হয়।

কিন্তু সুদীপ্তরা মরে না।তাঁরা বেঁচে থাকে উত্তরসূরিদের মধ্যে ।আজ তার শহীদ হওয়ার দিনে তাই রাজ্যজুড়ে এই চরম রক্তসংকটের দিনে সুদীপ্তরা রক্তদান করে সংকট নিরসনে যত্নবান হন।

বহরমপুরের এস,এফ,আই জেলা কমিটির অন্তর্গত বহরমপুর এরিয়া কমিটির ৫০ জন ব্লাডব্যাঙ্কে রক্তদান করলেন সমস্ত স্বাস্থ্যববিধি মেনে ।এই রক্তের সংকটে তাদের এই সহযোগিতা মানুষকে নতুন পথের দিশা দেবে। ধন্যবাদ সেই পরিবারগুলিকে যারা ছেলেকে এই লকডাউনে এই কাজে অনুমতি দিয়েছে।
তাই সুদীপ্ত গুপ্ত তুমি আছো, থাকবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।