সৌভিক ব্যানার্জী: চিন্তন নিউজ:২রা এপ্রিল: ২ রা এপ্রিল, ২০১৩ সালের আজকের দিনেই পুলিশের বর্বরোচিত আক্রমণে শহীদ হন বাম ছাত্র নেতা কমরেড সুদীপ্ত গুপ্ত। ২০১৩ সালে হরিমোহন ঘোষ কলেজে ছাত্র সংসদ নির্বাচনে টিএমসিপি গুন্ডা বাহিনীর গুলিতে এক পুলিশ কর্মী নিহত হ’লে তৎকালীন উচ্চশিক্ষা মন্ত্রী ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেন । এর প্রতিবাদে চারটি বাম সংগঠন এসএফআই,এআইএসএফ, এআইএসবি ও পিএসইউ আইন অমান্যের ডাক দেয় । তারা দাবি জানায়, পশ্চিমবঙ্গে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে । ২ রা এপ্রিল এই দাবিকে সামনে রেখে তারা পথে নামলে ,পুলিশ তাদের উপর বর্বরোচিত আক্রমণ করে।অনেক নেতা, কর্মী , সমর্থক আহত হন এবং সুদীপ্ত গুপ্ত শহীদ হন ।
তারপর থেকে প্রতি বছর বামপন্থী ছাত্ররা আজকের দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। সম্মিলিত ৪ টি বামছাত্র জোট প্রতিবছর বড়ো করে কেন্দ্রীয় কর্মসূচী নেয় , এবারেও তারা কর্মসূচীর কথা ঘোষণা করেছিলেন কিন্তু করোনা ভাইরাস এর ভয়াবহ সংক্রমণের জন্য তারা সেই কর্মসূচী বাতিল করেন এবং এই সময়ে রাজ্যের ব্লাডব্যাংকে রক্তের ঘাটতির কথা মাথায় রেখে তারা রাজ্যের সমস্ত বাম ছাত্র কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানিয়েছিলেন। সুদীপ্ত গুপ্ত স্মরণে স্থানীয় ব্লাডব্যাংকে রক্ত দেওয়ার জন্য। সেই আহ্বানে এ সাড়া দিয়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বামছাত্র কর্মী সমর্থকেরা রক্তদান করেছেন। এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য জানান অনেক জায়গায় প্রশাসন তাদের সাথে অসহযোগিতা করেছে তা সত্ত্বেও ১০০০ এর বেশি ছাত্রছাত্রী কর্মী সমর্থকেরা রক্তদান করেছেন এবং এই সংখ্যাটা আরো বাড়বে । তিনি নিজেও পাটুলিতে দীপা রায় ভবনে রক্তদান করেছেন। রক্তদানের পাশাপাশি সারা রাজ্যে দুপুর ১২ টার সময় তারা এক মিনিট নীরবতা পালন করেন।