সুশান্ত বিশ্বাস:চিন্তন নিউজ: ২রা এপ্রিল:–সুদীপ্ত স্মরণে আজকে রক্তের সংকট মেটাতে গঙ্গারামপুর ব্লাডব্যাংকে রক্ত দিল ভারতের ছাত্র ফেডারেশন(SFI) দক্ষিণ দিনাজপুর জেলার কর্মীরা।অভিনন্দন গঙ্গারামপুর এসএফআই নেতৃত্বদের।
আবার দক্ষিণ চব্বিশ পরগণা থেকে সুচরিতা বাসু জানান দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এর ” রেড ভলান্টিয়ার ” দের উদ্যোগে ছাত্র এবং যুব কর্মীরা (SFI/DYFI) হসপিটালের সামনের বাজারে মাস্ক বিতরণ করলো এবং কিছু অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রমিকদের চাল এবং আলু বিতরণ করলো। আগামী দিনে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে ছাত্র যুবরা। যেকোনো অসুবিধা হলে ওই স্বেচ্ছা সেবকরা পৌঁছে যাবেন এলাকাবাসির কাছে। হেল্পলাইন নম্বর এ যোগাযোগ করার আবেদন করেছে ওই সংস্থা । ফোন নম্বর 7003438510
![](https://chintannews.com/wp-content/uploads/2020/04/IMG-20200402-WA0045-1024x768.jpg)