বলরাম বসু: চিন্তন নিউজ:২৬শে মার্চ: বেলঘড়িয়া দেশপ্রিয় নগর টেক্সএমএকো এরিয়া কমিটির অন্তর্গত সি আই টি ইউ অসংগঠিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে, আজ সকালে শালপাতা বাগান অঞ্চলে দেশপ্রিয় নগরের কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডে যে সমস্ত অসংগঠিত শ্রমিক কাজ করেন, তাদের হাতে ক্ষুদ্র এবং কুটির শিল্প নিযুক্ত শ্রমিক-কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার এবং মাক্স ।

শালপাতা বাগান অঞ্চলে অনেক ছোট ছোট কারখানা আছে হোসিয়ারী শিল্পের সেখানে শ্রমিকরা কাজ করে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সামগ্রী।
