জেলা রাজ্য

মানুষের অসময়ে ভরসা জোগাতে মানুষের পাশে, মানুষের সাথে


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ :-২১শে জুলাই:- টানা ১৪ মাস বেতন পাচ্ছেন না বিএস‌এন‌এল ঠিকা শ্রমিকেরা। ফলে তাদের অভাবে ভুগতে হচ্ছে । এমত অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন সি আই টি ইউ । আজ বিএস‌এন‌এল অফিসে গার্গী চ্যাটার্জির নেতৃত্বে বিএস‌এন‌এল কর্তাদের সাথে কথা হয় এবং তাদের অবিলম্বে প্রাপ্য টাকা দিতে হবে এই দাবি জানানো হয় ।

ব্যারাকপুর:- ভারতের ছাত্র ফেডারেশন এস‌এফ‌আই ব্যারাকপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে বেহাল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো, স্বাস্থ্য মন্ত্রী’র পদত্যাগের দাবি জানিয়ে স্বাস্থ্য দপ্তরের সামনে শান্তিপূ্র্ণ অবস্থানে বর্বরোচিত পুলিশী আক্রমণের প্রতিবাদে অবস্থান – বিক্ষোভ।অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন এস এফ আই রাজ্য কমিটি’র সদস্য অয়ন ঘোষ।

চোপড়া:- কিছু দিন আগে মেয়েটা মাধ্যমিক পাশ করেছিল । স্বপ্ন ছিল অনেক কিন্তু বাধসাধলো কিছু সমাজবিরোধীরা। তার আর পড়াশোনা করা হলো না। তাকে ধর্ষণ করে কিট নাশক খাইয়ে মৃত্যু পথে ঠেলে দিল সেই সব সমাজবিরোধীরা। আজ সেই মেয়েটির বাড়িতে দেখা করতে যায় ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতিনিধি দল এবং তারা জানান দিয়ে আসেন যে ভবিষ্যতে সব রকমের সাহায্য তারা করবেন ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।