রাজ্য

কেন্দ্রীয় সরকারের শ্রমিক এবং শ্রম বিরোধী চিন্তাভাবনার বিরুদ্ধে আন্দোলনে সিআইটিইউ


রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২১শে এপ্রিল:-কেন্দ্রীয় সরকারের শ্রমিক এবং শ্রম বিরোধী চিন্তাভাবনার বিরুদ্ধে লড়তে দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন সি আই টি ইউ র ডাকে আজ সারা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুটমিলের মিল গেটের সামনে বি সি এম ইউ এর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখানো হয়।

এই বিক্ষোভের প্রধান দাবি ছিলো ১ ভাষণ নয় রেশন চাই ২ লকডাউনের অজুহাতে শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা চলবে না ৩ লকডাউনে থাকা শ্রমিক-কর্মচারীদের পূর্ন মজুরি দিতে হবে ৪ কখনোই ৮ ঘন্টার কাজ ১২ ঘন্টায় করা যাবে না। এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিল সি আই টি ইউ নেতৃত্ব শৈলেন বিশ্বাস, সুব্রত দাশগুপ্ত,জুলফিকার আলী,বিশ্বনাথ সাউ,গোলাম রসুল সহ আরো অনেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।