রাজ্য

কোয়ারান্টাইন্ড স্টুডেন্টস্ ইউথ নেটওয়ার্ক


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:-২০শে এপ্রিল:- লকডাউন সময়ে আশেপাশের মানুষের কাছে খাদ‍্য সামগ্রী পৌছে দেওয়ার এক অসাধারণ উদ‍্যোগের নজির স্থাপন সৃষ্টি করে চলেছে বাঁকুড়া ২নং ব্লকের অন্তর্গত বাঁকুড়া শহরের নিকটবর্তী পুরন্দরপুরের ছাত্রযুবরা। কোয়ারান্টাইন্ড স্টুডেন্টস্ ইউথ নেটওয়ার্ক (QSYN) নাম দিয়ে একটি সংগঠনে সংঘবদ্ধ হয়ে গত ২৬দিন যাবৎ এলাকার দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্রত গ্রহন করে নিরলস পরিশ্রম করে চলেছেন।

উল্লেখযোগ্য বিষয় এটাই যে এই সংগঠন শুধু নিজেরা অংশগ্রহন করছেন তাই নয়। যখন মানুষে মানুষে বিচ্ছেদের বীজ বপনই এই সময়ের শাসকদের দিক থেকে দস্তুর। তখন এই সংগঠনের কর্মীরা শারীরিক দূরত্ব যেটা এই মুহুর্তের একমাত্র বাঁচার রাস্তা কিন্তু সেটা বুঝতে ভুল করে তা যেন সামাজিক সংহতির বিরুদ্ধে না চলে যায়। সামাজিক সংহতিই যে এই মহামারীর থেকে বেড়িয়ে আসার একমাত্র উপায় তার বার্তা মানুষের কাছে পৌছে দিয়ে এলাকার মানুষকে এই বিষয়ে সচেতন করে তুলতে পারছেন বলেই তাঁরা দাবী করছেন। তাঁদের দাবী মতো এখন কোন দোকান থেকে জিনিস পত্র বা সব্জি কিনতে গেলে সেই দোকানদাররা অনেক সময় দাম নিচ্ছেন না, বা কম নিচ্ছেন, ওঁদের প্রয়োজনীয় মাল আগে দিচ্ছেন, রাঁধুনিরা বিনা পারিশ্রমিক বা যৎসামান‍্যর বিনিময়ে পরিশ্রম করছেন। খাবার পৌছান বা কাঁচামাল আনতে টোটো বা ছোটো গাড়ির মালিকরা কোন ভাড়া না নিয়েই পরিবহনে সাহায‍্য করছেন। অনেক সময়েই গৃহবধূরা তাঁদের কাঁচামালের বদলে রান্না করা খাবারই সরবরাহ করছেন।

সবচেয়ে যে দিকে উল্লেখযোগ‍্য সাফল‍্যের কথা ওরা বলেছেন তা হলো সাহায‍্য প্রাপকদের সহযোগিতা। তাঁরা নিজেরা লকডাউন বিধি যথাযথ মেনে সুশৃঙ্খলভাবে রান্না করা খাবার সংগ্রহ করছেন এবং নিজে হাতে পাত্র থেকে তুলে নিচ্ছেন। কিন্তু কোন কারনেই নিজে হাতে নেবার সুযোগে বেশী নিয়ে অন‍্যের জন‍্য অভাবের সৃষ্টি করছেন না। বরঞ্চ প্রয়োজনের থেকে কম নিয়ে ব‍্যবস্থাপকদের ব‍্যাপস্থাপনা যেকয়জনের তার থেকে বেশী মানুষের কাছে খাবার পৌছান সম্ভব হচ্ছে শুধুমাত্র এই কারনে।

সংগঠনের কর্মীদের কাছে জানা যায় যে পুরন্দরপুর গ্রামের ছাত্রযুবরা ঐ পুরন্দরপুর অঞ্চলের খয়েরবনী, বাগাখুলিয়া, কালীপুর এবং গুড়াছান্দা গ্রামের প্রায় ২৫০ জন মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন।

পেটে ভাত না পড়লে সত্যিই মানুষ আর মানুষ থাকে না। কিন্তু তাও সময়টা গোটা জনজাতির জন‍্যেই একটা দুর্যোগ। তাই তাঁরা সবার কাছে আহ্বান জানিয়েছেন যদি ভয় না পেয়ে এলাকায় এলাকায় মানুষ যদি নিজেদের মতো করে পাড়ায়ে পাড়ায়ে উদ‍্যোগ নেন তাহলে এই বিপদের বিশালতা মানুষের ঐক‍্যবদ্ধতার তুলনায় ক্ষুদ্র হবে। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন যেটুকু সম্ভব হবে সেই মতো করে নিজেদের এলাকার কাজ চালু রেখে তাঁরা অন‍্যদেরও সাহায্য করার চেষ্টা করবেন। একই সাথে তাঁরা সাহায‍্য চাওয়া ও সাহায‍্য করার সুবিধার্থে সাহায‍্যের আবেদন সহ নিজেদের একাউন্ট নম্বর ও ফোন নম্বর দিয়েছেন।”সকলের কাছে অনুরোধ আপনারা যে যতটা পারছেন আমাদের সাহায্য করুন।”

Bank Account Details:-
Name:Koushik Murmu
A/c No:34069886632
IFSC :SBIN0010092

G-pay &
Phone-Pe:9475432892
UPI ID:- 8145987158@ybl

যোগাযোগ:-
রাজশেখর:-6290851837
কৌশিক:-9475432892
বাপি:-8637815424


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।