রাজ্য

চরম বিশৃঙ্খলা দুর্গাপুর ইস্পাত কারখানায়


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১ জুন: কারখানার মূল প্রবেশ ফটকের বাইরে অবস্থান বিক্ষোভে কারখানার শ্রমিকরা। বিগত কয়েক বছর ধরেই কোম্পানির পক্ষ থেকে বায়োমেট্রিক সিস্টেমে হাজিরা চালু করার চেষ্টা জারি ছিল। সেই নিয়ে শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ কাজ করছিল। এই অবস্থার মধ্যেই গতকাল নাইট সিফটে কারখানায় ঢোকার সময়সূচিতে আচমকাই পরিবর্তন কতৃপক্ষ
ওইদিন নির্ধারিত সময় সাড়ে নয় টার সময় কারখানার গেটে এসে শ্রমিকরা শোনেন কারখানায় ঢোকার জন্য ৯:৫০ থেকে ১০ টা পর্যন্ত তারা সময় পাবেন। এই শুনে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। সিআইএসএফ এর সাথে তর্ক চলাকালীন শ্রমিকদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে ক্ষোভের বারুদে আগুন জ্বলে। শ্রমিকরা সংশ্লিষ্ট সিআইএসএফ এর শাস্তির দাবিতে গেটেই অবস্থান করেন। নাইট শিফটের ডিউটিতে কেউ কারখানায় ঢোকেনি। অপর দিকে বি শিফটের যে সমস্ত শ্রমিক কারখানার বাসে যাতায়াত করেন তারাও ফিরতে পারেননি।
প্রায় তিন ঘন্টা অচলাবস্থা চলার পর কোম্পানির তরফে পার্সোনেল বিভাগের দুজন আধিকারিক অসীম পাল এবং অমল ভট্টাচার্য আসেন শ্রমিকদের সাথে কথা বলার জন্য। তাদের সামনে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পার্সোনেল আধিকারিকরা জানান সংশ্লিষ্ট সিআইএসএফ কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। তাতেও ক্ষোভ কমেনি শ্রমিকদের। তাদের বক্তব্য আসল দোষী পার্সোনেল বিভাগের আধিকারিকরাই। এখন বেকায়দায় পড়ে সি এই এস এফ এর ওপর দোষ দিয়ে অব্যাহতি পেতে চাইছে। রাত ১ টা নাগাদ কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা।
আজ থেকেই হাসপাতাল, টাউন সার্ভিস, টাউন এডমিনিষ্ট্রেশন সহ বেশ কিছু বিভাগে বায়োমেট্রিক সিস্টেম চালু করার পরিকল্পনা ছিল কোম্পানির। এই পরিস্থিতিতে সেই পরিকল্পনা কতটা কার্যকর করতে পারবে, সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।