বিজ্ঞান ও প্রযুক্তি

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের “ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার।


উপাসনা সরকার:চিন্তন নিউজ:২৬শে মার্চ:–পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের তরফে নেওয়া এক অসাধারণ উদ্যোগ – “ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার।

হুগলী ব্রাঞ্চ গভর্মেন্ট স্কুলের মাননীয়া শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য্য এবং বিজ্ঞান কেন্দ্রের ছাত্রছাত্রীদের সহায়তায় ২২শে মার্চ থেকে তৈরি করার কাজ শুরু হয়। এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে শুভ্রা ম্যাম নিজের বাড়িতে ছাত্রছাত্রীদের নিয়ে করোনা নির্মূলকরণের জন্য নেওয়া সমস্ত সতর্কতা মেনে এবং অনন্ত একাগ্রতার সাথে দু’দিন টানা কাজ করে বিজ্ঞান কেন্দ্রের সামর্থ অনুযায়ী তৈরি করেছেন বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজার । যা ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে জরুরী পরিষেবায় নিযুক্ত বিভিন্ন পেশার মানুষের মধ্যে ২৪শে মার্চ বিনামূল্যে বিতরণ করা হয়।

বাড়িতে থাকলে অবশ্যই বারবার কিছু সময়ের ব্যবধানে হ্যান্ডওয়াশ কিংবা সাবান দিয়ে নুন্যতম ২০ সেকেন্ড হাত ধোয়া অত্যন্ত জরুরী। জরুরী পরিষেবায় নিযুক্ত মানুষের কথা ভেবে বিজ্ঞানমঞ্চের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই।

এইভাবে যদি আমরা একে অন্যের পাশে এই পরিস্থিতিতে দাঁড়াতে পারি তবে করোনা ভাইরাসের সাথে মোকাবিলায় আমাদের ভারতের জয় হবেই।

বহু মানুষ এখনও এই সংকটের ভয়াবহতার কথা বুঝতে পারছেননা।দয়া করে ঘরে থাকুন অপ্রয়োজনে বাইরে ঘুরবেন না। ‘হু’থেকে বলা প্রতিটা সতর্কতা মেনে চলুন। আক্রান্তের সংখ্যা ৫০০ছাড়িয়েছে, আর বিষয়টা সহজ নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।