হাসিরুল ইসলাম: চিন্তন নিউজ:৪ঠা অক্টোবর:- ডিওয়াইএফআই এসএফআই ভরতপুর লোকাল কমিটির উদ্যোগে এই প্রচন্ড গরম এবং করোনা আবহে রক্তের সংকট মাথায় রেখে মুর্শিদাবাদ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ভরতপুর আলিয়া হাইস্কুলে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা।
উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড হাসিরুল ইসলাম। সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে শিবিরের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন সংগঠনের ভরতপুর লোকাল কমিটির সভাপতি গাজল শেখ। সংগঠনের ভরতপুর লোকাল কমিটির সম্পাদক তাপস পাল জানান তারা প্রতি বছর এই প্রোগ্রাম করে থাকেন এই বছরেই কর্মসূচির আলাদা গুরুত্ব কারণ করোনা আবহে জেলা জুড়ে রক্তের সংকট। শিবিরে এলাকা যুবক যুবতী সাধারণ মানুষের অংশ গ্রহণ ছিল চোখে পড়ার মতো।