জেলা

পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চ, পঃ বর্ধমান জেলার নেতৃত্ব প্রয়াত অমৃত কুমার দাসের স্মরণসভা


সুকৃতীশ নন্দী: চিন্তন নিউজ:৪ঠা অক্টোবর:- আজ পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চ, পঃ বর্ধমান জেলার উদ‍্যোগে জেলার সহ সভাপতি অমৃত কুমার দাসের স্মরনসভা অনুষ্ঠিত হয়। প্রথমে অমৃত কুমার দাসের প্রতিকৃতিতে মাল‍্যদান ও শোকপ্রস্তাব পাঠের মাধ্যমে সভা শুরু হয়। পরে তার উদ্দ‍্যেশ‍্যে স্মৃতিচারণ করেন আসানসোলের বিজ্ঞান আন্দোলনের কর্মীবৃন্দ ও গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘ, আসানসোল ফিল্ম স্টাডি সেন্টার, এ বি পি টি এ, এ বি টি এ, কলেজ কর্মচারী ইউনিয়ন, গনতান্ত্রিক মহিলা সমিতির কর্ণধাররা। উপস্থিত ছিলেন প্রয়াত অমৃত দাসের জীবনের লড়াই আন্দোলনের সাথী ও স্ত্রী দিপালী দাস।

শুধুমাত্র বিজ্ঞান আন্দোলনের কর্মী নয়, সমাজের বহু ক্ষেত্রে অমৃত দাসের অংশগ্রহণ ছিলো অনবদ্য। তিনি ছিলেন পদার্থ বিদ‍্যার অধ্যাপক। আসানসোল পলিটেকনিক কলেজে শিক্ষকতা করতেন এবং প্রায় ছয় বছর কলেজের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বহু সমাজ কল্যাণ মূলক কাজ করেছেন। অমৃত দাসের উদ‍্যোগে ও পঃ বঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র স্থাপন, মহিলাদের ব্রেস্ট ক‍্যানসারের সচেতনতা বৃদ্ধির কর্মসূচির সার্থক রূপায়ণ ঘটে। বহু দুঃস্থ ছাত্র ছাত্রীদের আর্থিক সাহায্য দানের মাধ্যমে তাঁর মনের প্রসারতার প্রমান পাওয়া যায়। তিনি ছিলেন আসানসোল ফিল্ম স্টাডি সেন্টারের একজন নিরলস কর্মী। মারণ রোগ ব্লাড ক‍্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৬৯ বছর বয়সে ৭ই জুলাই’২০২০ আসানসোলের এক বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।

আজকে তাঁর স্মৃতির উদ্দ‍্যেশ‍্যে বক্তব্য রাখেন কল্লোল ঘোষ, কিংশুক মুখার্জী, প্রদীপ মন্ডল, বীর বব্রুবাহন ঢল, অমিতাভ রায়, অনিক চট্টরাজ, ডঃ অশোকানন্দ মন্ডল ও আজকের সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায় । মৃত্যুর সময় তিনি রেখে গেলেন তার স্ত্রী দিপালী দাস, পুত্র অরিজিত দাস, পুত্রবধূ রনিতা দাস ও নাতি অরীন দাসকে । এ হেন একজন মানবিক মুখকে হারানো মানে আসানসোলের বিজ্ঞান আন্দোলনের এক অপূরনীয় ক্ষতি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।