দেশ

মরু শহরে বিজয় কেতন ওড়া শুরু লাল পতাকার |


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ: ১০ ডিসেম্বর:২০২০:- রাজস্থানের ২১টি জেলার পঞ্চায়েত নির্বাচন ২০২০,  হয়ে গেল।  এর ফলাফলে মরু শহরে বামেদের বিজয়কেতন ওড়া শুরু হ’ল , একথা বলা যেতেই পারে। রাজস্থানের ভদ্রা পঞ্চায়েত সমিতির ১১ আসনে জয়লাভ করে এখানে পঞ্চায়েত বোর্ড গঠন করবে সিপিআই(এম)।

রাজস্থানের২১টি জেলার ৬৩৭টি জেলা পরিষদ ও ৪৩৭১টি পঞ্চায়েত সমিতির ফলাফল বলছে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) তৃতীয়  স্থানে  উঠে এসেছে। বিশেষভাবে উল্লেখ্য, বিজেপি ও কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে তাদের শরিক দলগুলোকে পিছনে ফেলে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের এই ভোটের অঙ্ক বাড়ানো।

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ধোদ পঞ্চায়েত সমিতিতে ১১টি আসনে,  শ্রী দুঙ্গারগড় পঞ্চায়েত সমিতিতে ৫টি আসনে, নোহার পঞ্চায়েত সমিতিতে ৩টি আসনে, পালসনা পঞ্চায়েত সমিতিতে ৩টি আসনে,  দাতারামগড় পঞ্চায়েত সমিতিতে ২, নাগাউর পঞ্চায়েত সমিতির ১ আসনে, মোট ৩৬ পঞ্চায়েত সমিতির আসনে জয়ী সিপিআইএম |

হনুমানগড় জেলা পরিষদের ১২ এবং ১৬ নং ওয়ার্ড মোট দুটি আসনেও জয়লাভ করেছে সিপিআইএম |


প্রসঙ্গত ৫ বছর বাম বিধায়ক শূন্য ছিল রাজস্থান |  এরপর ২০১৮ সালের বিধানসভার নির্বাচনে গোটা রাজ্যে ৩ লক্ষ ৬২ হাজার ভোট প্রাপ্তি সহ দু জন বিধায়ক জয় লাভ করেন সিপিআইএম এর প্রতীকে। বলাবাহুল্য, পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে লাল পতাকার উল্লেখযোগ্য উত্থান মরু শহরে । এই পঞ্চায়েতের ফলাফল রাজস্থান সিপিআই(এম)কে বাড়তি অক্সিজেন জোগাবে তা বলাই যায়।




মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।