মীরা দাস, চিন্তন নিউজ, ১১ আগষ্ট: উচ্চ প্রাথমিকের মামলার গেরোয় বাধাপ্রাপ্ত নিয়োগ প্রক্রিয়া। নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে একগুচ্ছ মামলা জমে রয়েছে কলকাতা হাইকোর্টে। এবার স্কুল সার্ভিস কমিশন কিছুটা চাপে পড়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের জোরালো সওয়ালের ফলে।
১৯শে জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রায় হাজার দুয়েক চাকুরি প্রার্থী। বিচারপতি মৌসুমি ভট্টাচার্য মামলাকারীর নথিপত্র যাচাই করার নির্দেশ দেন। আদালতের এই নির্দেশে কমিশনের কাজ কিছুটা হলেও বেড়েছে।