মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ১১ আগষ্ট: সরকার তার প্রজাদের জন্য কি চায়? সরকার চায় তার দেশের, তার রাজ্যের সাধারণ মানুষেরা ভালো মতো জীবন যাপন করুক, যাতে তাদের কোন কষ্ট না হয়। কিন্তু এদিকে রাজস্থানের সরকার তার রাজ্যের মানুষের বিপদে ফেলার জন্য মুখিয়ে রয়েছে।
বিহার, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা আছে কিন্তু এদিকে রাজস্থানের সরকার বেশি করে মদ বিক্রি করতে বলছে বার মালিকদের। না হলে ঘুরে বার মালিকদের জরিমানা করা হচ্ছে। সূত্রের খবর ইতিমধ্যে রাজস্থানের ৩০০ বার মালিকদের জরিমানা করা হয়েছে।