দেশ রাজনৈতিক

আসামের দরং জেলার ঢলপুরের উচ্ছেদিত মানুষের পাশে সিপিআইএম এর পলিটব্যুরোর সদস্যা তথা গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী বৃন্দা কারাত


সীমা বিশ্বাস, আসাম: চিন্তন নিউজ:১লা অক্টোবর:– ২৯ শে সেপ্টেম্বর কমরেড বৃন্দা কারাত সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক দেবেন ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য সুপ্রকাশ তালুকদার, বিধায়ক মনোরঞ্জন তালুকদারেকে সঙ্গে নিয়ে সিপাঝারের ঢলপুরের উচ্ছেদিত মানুষের অবস্থার সরোজমিনে তদন্ত করতে সেখানে যান। এবং নিহতদের পরিবারের হাতে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন। ৩০শে সেপ্টেম্বর গুয়াহাটি রাজ্য অফিসে সাংবাদিক সম্মেলন করেন।

তিনি বলেন যে ঢলপুরে বিজেপি সরকার বেআইনি ভাবে উচ্ছেদ কার্য সংগঠিত করেছে। সেখানে আইনের শাসন বলে কিছু নেই। বিকল্প সংস্থাপনের ব্যবস্থা না করে গরীব কৃষকদের এভাবে উচ্ছেদ করে মানবাধিকার উলংঘন করা হয়েছে। সাংবিধানিক নিয়ম নীতিকে মানা হয়নি। তারা ভারতীয় নাগরিক হয়েও নূন্যতম নাগরিক সুবিধা তাদের মিলছে না। তারা দূষিত জল পান করতে বাধ্য হচ্ছেন। অনাহারে, অনিদ্রায় দিন পার করছেন।মা সহ শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে চিঠি দিয়ে গেছেন। চিঠিতে উচ্ছেদিত মানুষের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা, নাগরিক সুবিধা প্রদান করা, এবং এই ঘটনার ন্যায়িক তদন্ত করার কথা বলেছেন। আজ রাজ্য স্তরে মহিলা সমিতি উচ্ছেদিত মানুষের পুনর্বাসনের দাবি করে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।