মাধবী ঘোষ, চিন্তন নিউজ, ২৪ মে: ভারতীয় রেলের একটি সুবিধা রয়েছে। কোনও যাত্রীর কনফার্ম টিকিট অন্য কারো নামে বদলে দেওয়ার সুযোগ পাবেন আপনি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে রিজার্ভেশন সুপারভাইজার কনফার্ম টিকিটে এই নাম বদল করে দিতে পারেন ।
কিন্তু এটি করতে হবে যাত্রা শুরুর অন্তত ২৪ ঘণ্টা আগে। আর সেই নামের বদল একটি টিকিটে একবারই করা যাবে।
কিন্তু কাদের জন্য এই নিয়ম লাগু? সেই সমস্ত সরকারি কর্মীদের জন্য যারা অফিসের কাজে ট্রেনে যাত্রা করেন। তাদের ট্রেন যাত্রা শুরুর ২৪ ঘন্টা আগে লিখিতভাবে আবেদন করতে হবে। কোন যাত্রী তার পরিবারের বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী বা স্বামীর নামে টিকিট বদল করতে পারবেন।
কোন ছাত্র বা ছাত্রী তাদের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন ছাত্র বা ছাত্রীর নামে টিকিট বদলে দিতে পারবেন।
বিয়ের উপলক্ষ্যে বরযাত্রী বা কন্যাযাত্রী এই সুবিধা নিতে পারেন। যদি একদল যাত্রী বিয়ের উপলক্ষ্যে একসঙ্গে ট্রেনে যাত্রা করেন, সেক্ষেত্রে সেই দলের প্রধান হিসেবে কোন এক যাত্রী একজনের নাম কেটে অন্য জনের নামে টিকিট বদল এর আবেদন করতে পারেন।
এন সি সি ক্যাডেট রাও এই সুবিধার সুযোগ নিতে পারেন। একসঙ্গে ক্যাডেটরা যাত্রা করলে দলের প্রধান বা কোন এনসিসি অফিসার একজনের নাম বদলে অন্য জনের নামে টিকিট করে দেওয়ার আবেদন করতে পারেন।
তবে একসঙ্গে যাত্রা ক্ষেত্রে সেই দলের ১০% যাত্রীর নাম এভাবে বদল করা যাবে তার বেশি নয়।