চিন্তন নিউজ: মৌসুমী চক্রবর্তী:২৫শে মে ,২০১৯:
রক্তাক্ত ত্রিপুরা !
একজন প্রখ্যাত গুণী কন্ঠশিল্পী রাজা হাসানকে এভাবে রক্তাক্ত হতে হলো ত্রিপুরায় ।
লোক সংগীত শিল্পী রাজা হাসানের অপরাধ,তিনি নির্বাচনের জন্য মানুষের কথা বলতেন তাঁর গানে।
এভাবে কোন শিল্পীর কন্ঠ স্তব্ধ করা যায়না ।
রক্তাক্ত ত্রিপুরার খ্যাতনামা লোক সংগীত শিল্পী রাজা হাসান। নির্বাচনের আগে মানুষের জন্য গান বাঁধেন, মানুষের গান গাওয়ায় অপরাধ তাঁর ।
অসুস্থ শাশুড়িকে আনতে আজ সকালে সোনামুড়া যান রাজা হাসান ও তাঁর স্ত্রী।। অসুস্থ বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বিকালে সোনামুড়া থেকে বক্সনগর হয়ে আগরতলা আসার পথে দূর্গানগর বাজারে তাদের গাড়ি আটকে রাজা হাসানের উপর নির্মম আক্রমণ চালায়। শিল্পীর নিকটজনেরা ও তাঁর প্রিয় শ্রোতারা ত্রিপুরা রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়েছেন এবং সমস্ত আক্রমণকারী দের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অনেকেই মনে করছেন আগামী ভারতবর্ষের প্রতিচ্ছবি এই ঘটনা।