দেশ

আবার রক্তাক্ত ত্রিপুরা


চিন্তন নিউজ: মৌসুমী চক্রবর্তী:২৫শে মে ,২০১৯:

রক্তাক্ত ত্রিপুরা !
একজন প্রখ্যাত গুণী কন্ঠশিল্পী রাজা হাসানকে এভাবে রক্তাক্ত হতে হলো ত্রিপুরায় ।
লোক সংগীত শিল্পী রাজা হাসানের অপরাধ,তিনি নির্বাচনের জন্য মানুষের কথা বলতেন তাঁর গানে।
এভাবে কোন শিল্পীর কন্ঠ স্তব্ধ করা যায়না ।
রক্তাক্ত ত্রিপুরার খ্যাতনামা লোক সংগীত শিল্পী রাজা হাসান। নির্বাচনের আগে মানুষের জন্য গান বাঁধেন, মানুষের গান গাওয়ায় অপরাধ তাঁর ।
অসুস্থ শাশুড়িকে আনতে আজ সকালে সোনামুড়া যান রাজা হাসান ও তাঁর স্ত্রী।। অসুস্থ বৃদ্ধ শাশুড়িকে নিয়ে বিকালে সোনামুড়া থেকে বক্সনগর হয়ে আগরতলা আসার পথে দূর্গানগর বাজারে তাদের গাড়ি আটকে রাজা হাসানের উপর নির্মম আক্রমণ চালায়। শিল্পীর নিকটজনেরা ও তাঁর প্রিয় শ্রোতারা ত্রিপুরা রাজ্য প্রশাসনকে ধিক্কার জানিয়েছেন এবং সমস্ত আক্রমণকারী দের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অনেকেই মনে করছেন আগামী ভারতবর্ষের প্রতিচ্ছবি এই ঘটনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।