দেশ

এস‌এফ‌আই -পঞ্চাশে


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৪ই জুলাই:–এস.এফ.আই এর পঞ্চাশ উদযাপন অনুষ্ঠান———- পঞ্চাশ বছরে পা রাখতে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন।। ১৭ ই আগষ্ট শুরু হবে এই উদযাপন অনুষ্ঠান।।এস. এফ. আই —এর প্রথম সন্মেলনের কমিটি হয়েছিল দমদমে তাই দমদম রবীন্দ্রভবন এর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সুচনা হবে।। এই উপলক্ষ এ তৈরী হয়েছে লোগো।। শনিবার এই লোগোর উদ্ভোধন করেন প্রাক্তন ছাত্রনেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট পরিষদিয় দলের নেতা সুজন চক্রবর্তী।। এই অনুষ্ঠানের সুচনা দমদমে হলেও শেষ হবে তিরুবনন্তপুরমে।।কেরালার রাজধানী এস. এফ. আই এর প্রথম সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল——-যদিও তখন এর নাম ছিল ত্রিবান্দ্রম।। লোগো উদ্ভোধন ছাড়াও এদিন একটি অভ্যথর্না কমিটি গঠন করা হয়েছে।। এর সম্পাদক নেপালদেব ভট্টাচার্য।।। মোট৭২ জনের অভ্যথর্না কমিটি গঠন করা হয়েছে সুত্রের খবর।। টানা একবছর ধরে দেশজুড়ে নানারকম অনুষ্ঠান হবে।।। বিভিন্ন বিষয় এর উপর আলোচনা সভা——-+সাংস্কৃতিক অনুষ্ঠান ——-নানা ধরেনের প্রতিযোগিতা ——খেলার প্রতিযোগিতাসহ আরও বেশ কিছু অনুষ্ঠান হবে।।। এই লোগো উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এফ. আই এর সর্বভারতীয় সম্পাদক ময়ুখ বিশ্বাস ——-সংঘটন এর রাজ্য সম্পাদক প্রতিক-উর-রহমান———রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ আরও অনান্য নেতৃবৃন্দ—————


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।