নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৪ই জুলাই:–ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারতীয় দলের বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারে ভেঙে পড়েছে।অন্দর থেকে বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। বিরাট বনাম রোহিতের দ্বন্দ্ব, চলছে ড্রেসিংরুমে রাজনীতি। কোচ রবি শাস্ত্রীকে নিয়ে বড়ো প্রশ্ন সবার মনে। এবার কোচ থেকে রবি শাস্ত্রীকে সরাতে চাইছে বিসিসিআই। সূত্রের খবর ভারতীয় দলকে অন্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্য সৌরভ গাঙ্গুলিকে কোচ করার কথা ভাবছে বিসিসিআই। সৌরভ গাঙ্গুলির সততা ও লড়াই অবশ্যই ভারতীয় দলকে চাঙ্গা করে তুলবে। কোচ সৌরভ গাঙ্গুলি, মেন্টর শচীন টেন্ডুলকার, বোলিং কোচ জাহির খান, ব্যাটিং কোচ ভিভিএস লক্ষণ।ফিল্ডিং কোচ হিসাবে নিযুক্ত করা হ’তে পারে মহম্মদ কাঈফকে।এখন পর্যন্ত নিশ্চিতরূপে বিসিসিআই কিছু জানাইনি। তবে এইরকম হ’লে ভারতীয় দলসহ ভারতীয় দলের সমর্থকরা ভীষণ খুশি হবে। এখন দেখার বিসিসিআই কি সিদ্ধান্ত নেয়।
Related Articles
রান্নার গ্যাসে ভর্তুকি উঠিয়ে দেবার লক্ষ্যে এগিয়ে চলেছে কেন্দ্র সরকার।
শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ:১২ই নভেম্বর:–রান্নার গ্যাস সিলিন্ডারে ক্রমেই ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। যারা ভর্তুকিতে গ্যাস পান, সেই সব গ্রাহকের ক্ষেত্রে হঠাৎ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়।এর জন্য কোনো আগাম ঘোষণা করা হয় নি। জানা গেছে যে চার মাসে প্রায় চুয়াল্লিস টাকা ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটি করা হয়েছে অত্যন্ত সুকৌশলে গোপনে। বেশীর ভাগ গ্রাহক […]
দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর পুনরায় চালু হতে চলেছে কর্তারপুর করিডোর—-
কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:২৭শে জুন:- কোভিড১৯ মোকাবিলায় কর্তারপুর করিডোরটি দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর ঊনত্রিশে জুন, সোমবার থেকে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য পুনরায় চালু করতে প্রস্তুত পাকিস্তান সরকার। এটি ঘোষণা করে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি টুইট করেন যে উনিশ শতকের শুরুর দিকে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকীতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “বিশ্বজুড়ে উপাসনাস্থলগুলি […]
মণিপুরের রাজনৈতিক পটপরিবর্তন এর নতুন দিশা
স্বাতী শীল: চিন্তন নিউজ:১৯শে জুন:-“এমন অনেক দশক আছে যখন কিছুই ঘটেনি,আবার এমন অনেক সপ্তাহ আছে যখন অনেক ঘটনা ঘটেছে” ভ্লাদিমির লেনিনের এই বিখ্যাত উক্তির সত্যতা প্রমাণ হতে চলেছে আরও একবার মনিপুরে। যেখানে বিজেপির বীরেন সিংহ পরিচালিত সরকার থেকে ন’জন এমএলএ রাতারাতি তাঁদের সমর্থন তুলে নিলেন। যার ফলে বর্তমানে মণিপুরে বিজেপি শাসিত সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখাটা […]