দেশ

কার্ণালে পুলিশের লাঠির আঘাতে কৃষক সুশীল কাজলের মৃত্যুর প্রতিবাদে সারাভারত কৃষক সভার দেশব্যাপী বিক্ষোভের আহ্বান


তুলসী কুমার সিনহা: চিন্তন নিউজ:২৯শে আগস্ট:– সারা ভারত কৃষক সভা কর্ণালে পুলিশি হামলায় শহীদ সুশীল কাজলের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছে; মহকুমা শাসক আয়ুশ সিনহার বরখাস্ত এবং তার রাজনৈতিক প্রভুদের স্বরূপ উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে অবিলম্বে দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানায়।

উল্লেখ্য শহীদ সুশীল কাজল ছিলেন কর্ণালের জেলা রায়পুর জাটানের কৃষক, তাঁর বয়স ছিল ৫৫ বছর। যিনি গতকাল অত্যাচারী পুলিশের লাঠিচার্জে তীব্র আঘাত পেয়েছিলেন। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজ সকাল ১১ টায় কোন ময়নাতদন্ত ছাড়াই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

সুশীল কাজল হরিয়ানার রক্তপিপাসু বিজেপি-জেজেপি রাজ্য সরকারের শিকার হয়েছেন,তিনি শুরু থেকেই এই কৃষক সংগ্রামে নিয়মিত অংশগ্রহণকারী ছিলেন। হরিয়ানা সরকার এই কৃষকদের সংগ্রামীদের ওপর গত নয় মাসে রাষ্ট্রদ্রোহের দুটি মামলা সহ প্রায় ৪০,০০০ কৃষকের বিরুদ্ধে মিথ্যা পুলিশ মামলা দায়ের করে নিজের রাজ্যের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ চালিয়েছে ।

সারাভারত কৃষকসভা , মহকুমা শাসক আয়ুশ সিনহার অবিলম্বে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইপিসি ৩০২ (হত্যা) এর অধীনে একটি মামলা প্রতিষ্ঠার দাবি করে। তিনিই কর্ণালে মোতায়েন পুলিশ বাহিনীকে বিক্ষোভকারীদের ‘মাথা ভাঙার’ নির্দেশ দিয়েছিলেন। তার এই আদেশ দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এটা স্পষ্ট যে এসডিএম, উপরমহল থেকে নির্দেশ ছাড়া এই ধরনের কঠোর আদেশ দিতে পারতেন না।

প্রসঙ্গত: কৃষকরা গতকাল কর্ণালে বিজেপির মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের একটি কর্মসূচির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন।সারাভারত কৃষকসভা গতকাল পুলিশের নৃশংসতার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে, নির্দিষ্ট শর্তাবলী সহ এই ধরনের অসম্মানজনক আদেশের পিছনে রাজনৈতিক কর্তাদেরও চরিত্র উন্মোচিত হয়েছে, যা ঘৃণিত ব্রিটিশ জেনারেল ডায়ার এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সমতুল্য।

আজ, এসকেএমের আহ্বানে, হরিয়ানা, পাঞ্জাব এবং অন্যান্য রাজ্যে, গতকাল কর্ণালে কৃষকদের উপর পুলিশের অত্যাচারের নিন্দা জানাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সুশীল কাজলের শহীদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে সারাভারত কৃষকসভা তাদের সকল ইউনিটকে দেশব্যাপী অবিলম্বে প্রতিবাদী বিক্ষোভের আয়োজনের মাধ্যমে হরিয়ানায় এই বর্বর নিপীড়নের নিন্দা জানাতে আহ্বান জানিয়েছেন সংগঠনের এর সাধারণ সম্পাদক হান্নান মোল্লা ও সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।