দেশ

আপাতত হচ্ছে না ব্যালটে ফেরা


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১১ আগষ্ট: ই.ভি.এম থেকে ব্যালটে ফেরার যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, তা সরাসরি নাকচ করে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

শুক্রবার কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ব্যালটে ফেরার প্রশ্নে সুপ্রিম কোর্ট ব্যালট পেপারে ফিরে যাওয়ার বিরুদ্ধেই রায় দিয়েছেন। তিনি আর‌ও বলেন ব্যালট পেপারের যুগে আর ফিরতে চান না।

প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিরোধী নেতৃত্বের একাংশের দাবি ইভিএম নয়, ব্যালটে ভোট হোক। চন্দ্রবাবু নাইডু,ফারুক আবদুল্লাহ, রাজ ঠাকরেদের দাবি ইভিএমে কারচুপি করা সম্ভব, কিন্তু ব্যালটে নয়। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশগুলো আবার ইভিএম থেকে ব্যালটে ফিরেছে, তাহলে আমাদের দেশ নয় কেন?

এই মর্মে মুখ্য নির্বাচন কমিশনার স্পষ্টতই জানিয়েছেন, ইভিএম চালু থাকবে আমাদের দেশে। এদিন মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়, অসমের মতো পশ্চিমবঙ্গেও কি নাগরিক পঞ্জি তৈরি করা হবে? উত্তরে অরোরা বলেন এ নিয়ে সুপ্রিম কোর্ট শেষ কথা বলবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।