দেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদেশ

মঙ্গলের উপগ্রহে মিলল প্রচুর জল


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৪ জানুয়ারি: পৃথিবীর উপগ্রহ যেমন চাঁদ তেমন অন্যান্য গ্রহেরও রয়েছে বিভিন্ন সংখ্যার উপগ্রহ। শনি গ্রহের উপগ্রহ টাইটান। এখন এই টাইটান নিয়ে বিজ্ঞানী মহলে হুলুস্থুল পড়ে গেছে। একশো – দুশো নয় টাইটান উপগ্রহে এক হাজার ফুট গভীরতার এক সমুদ্রের খোঁজ মিলেছে।

এত বড় সমুদ্র দেখে বিজ্ঞানী মহল অঙ্ক কষে দেখেছে, যে সমুদ্র দেখতে পাওয়া গেছে তা পৃথিবীতে অবস্থিত পাঁচ-ছটা বড়ো লেকের সমান। এত বড়ো সমুদ্র দেখে বিজ্ঞানী মহল জানিয়েছেন যে ঐ সমুদ্রে অনাসয়ে রোবট বা সাবমেরিন চলাচল করতে পারে। এখন বিজ্ঞানী মহল মগ্ন জলের গভীরতা মাপার কাজে।

শনির উপগ্রহ টাইটানে আগেই জলের উপস্থিতি মিলেছিল। সেখানে ইথেন এবং মিথেন গ্যাস জল আকারে আছে। এই সমুদ্রের আয়তন ১ লক্ষ ৫৪ হাজার বর্গ কিলোমিটার। এসব তথ্য জানা ছিল বিজ্ঞানী মহলের। কিন্তু এই সমুদ্রের গভীরতা কত তা নিয়ে যথেষ্ট ধন্ধে রয়েছেন বিজ্ঞানী মহল।

খবরে প্রকাশ টাইটানের এই সমুদ্রের মিল আছে পৃথিবীর সঙ্গে। পৃথিবী প্রথম অবস্থায় এইরকম ছিলো। তবে বিজ্ঞনী মহল মনে করছেন টাইটান উপগ্রহে যে বিশাল সমুদ্র রয়েছে সেই জলের মিথেন পরীক্ষা করলেই ওই জলের উৎস বোঝা যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।