জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার সংবাদ


চিন্তন নিউজ:২৩শে জানুয়ারি:– সোনারপুর পশ্চিম থেকে অভিজিৎ দাসগুপ্ত জানাচ্ছেন যে রানিয়া পার্টি অফিসের আশে পাশে রাস্তায় বাজার বসে। কেউ সবজি, কেউ মাছ নিয়ে বসে। পার্টি অফিসের সামনেই একটা ফলের দোকান। পার্টি অফিসের জায়গাতেই। বসতে দেওয়া হয়েছে। এখানেই তৃণমূলের দৌরাত্ম্য ছিল পরিবর্তনের পরে। তোলাবাজি, সিন্ডিকেট, এলাকা দখলের লড়াই। আমাদের কমরেডরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। হুমকি অগ্রাহ্য করে পার্টির কর্মসূচী পালন করেছেন। রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলি তোলাবাজরা মোটা টাকার বিনিময়ে দোকান বসিয়ে দিচ্ছে। গরিব মানুষ, লকডাউনে কাজ চলে গেছে। বিকল্প হিসাবে কেউ সবজি, মাছ বা ফল বিক্রি করে রোজগারের চেষ্ট করছে। পার্টি অফিসের সামনে একটু ফাকা জায়গা ছিল সবাই মিলে ঠিক করা হ্য় ওখানে শহীদ বেদী করা হবে। সেই মত গতকাল সকাল থেকে রানিয়ার সব কমরেড উপস্থিত। নিজেরাই হাতে হাত লাগিয়ে শহীদ বেদী তৈরিতে লেগে গেলেন। শাখা সম্পাদক খোকন অধিকারী বলেন আমরা নিজেরাই অর্থ, স্বেচ্ছাশ্রম দিয়ে শহীদ বেদী করেছি। সকাল ৯টায় শুরু করেছি বিকেল চারটে বেজে গেছে। আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিন ‘দেশপ্রেম দিবস’ পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। সংক্ষিপ্ত ভাষণ দেন পার্টির নেতা সুশীল সরদার। নেতাজীর সাম্প্রদায়িকতা বিরোধী, সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা সম্পর্কে আলোচনায় উঠে আসে। স্বাধীনতার পরে দেশ কী রকম হবে। দেশ হবে সব ধর্মের, সব জাতের, সবার সমান অধিকার থাকবে। যে সাম্প্রদায়িক শক্তি আজ ক্ষমতায় তারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি করেছিল। তারা নেতাজীর পরিকল্পনা কমিশন বাতিল করেছে, কলকাতা বন্দর নেতাজী সুভাষ বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জীর নামে করেছে। যার সাম্প্রদায়িক রাজনীতির বিরোধীতা করেছিলেন নেতাজী। এলাকা লাল ঝান্ডায় সাজানো হয়েছে। কিছুদিন আগেও যা অকল্পনীয় ছিল। তৃণমূলের তোলাবাজরা শিবির পরিবর্তন করে গেরুয়া শিবিরের দিকে যাচ্ছে একে একে। লাল ঝান্ডা দৃঢ় হাতে ধরে কমরেডরা বলছেন ….বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়.l

দেবরাজ মন্ডল মগরাহাট থেকে জানাচ্ছেন যে সিপিআইম মগরাহাট এরিয়া কমিটির সম্পদক শুভেন্দু নস্কর এর নেতৃত্বে আজ ধামুয়া শাখায় বাড়ি -বাড়ি গণ সংযোগ কর্মসূচি গ্রহণ করা হয় l এলাকার বাসিন্দাদের ভালো সাড়া পাওয়া যায় l সকলেই বর্তমান শাসক এর বিরুদ্ধে l ক্ষোভ প্রকাশ করে বিগত দিনের বামপন্থী দের ভূমিকার প্রশংসা করেন l

যাদবপুর পুর থেকে দেবু রায় জানাচ্ছেন যে আজ বৈষ্ণব ঘাটা সিপিআইএম পার্টি অফিসে, দেশবরেণ্য নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকী পালন করা হয় l নেতাজির প্রতিকৃতি তে পার্টি নেতৃত্ব মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন l

অন্য দিকে আজ যাদবপুর এ স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ তথা বীর শহীদ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবসকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন যাদবপুর-বাঘাযতীন আঞ্চলিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় l

জয়নগর থেকে রমা চক্রবর্তী জানাচ্ছেন আজ ভারতের বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে সিপিআই(এম) পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় l

সোনারপুর উত্তর থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন যে ভারতের কমিউনিস্ট পার্টি সোনারপুর উওর শ্রীখন্ডা নবগ্রাম ইউনিট এর নেতাজী সুভাষ চন্দ্র বসু ১২৫ তম জন্মদিন উদযাপন হল কমরেড সমীর হালদার বিশ্বজিত মন্ডল ডালিয়া চ্যাটার্জি আলপনা নস্কর শান্তি দে আরো অনেক নেতৃবৃন্দ l

অন্যদিকে এক নং ওয়ার্ড বালিয়া শাখার এস‌এফ‌আই এর উদ্যোগে আজ যথাযোগ্য মর্যাদায় ১২৫তম নেতাজী জন্মদিবস পালিত হলো l

বারুইপুর থেকে সুচরিতা বোস জানাচ্ছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে বারুইপুর এ আগামী ৯ই ফেব্রুয়ারী আইন অমান্য কর্মসূচির সমর্থনে দেওয়াল লেখন হলো l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।