জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২০ ফেব্রুয়ারি – সি পি আই এম বর্ধমান শহর ১ নং এরিয়া কমিটির ৯ নং ওয়ার্ডের কালনা রোড এলাকার পার্টি সদস্য সখারাম মাঝির স্মরণ সভা অনুষ্ঠিত হয় চৌধুরীচিড়া মিল সংলগ্ন এলাকায়। এই স্মরণ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা রবিন টুডু, পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তাপস সরকার, সভাপতিত্ব করেন পার্টির প্রবীণ নেতৃত্ব দুলাল নাগ। সখারাম মাঝি ছিলেন গরীব শ্রমজীবী মানুষের আপনজন। মানুষের দায় বিপদে ঝাঁপিয়ে পড়তেন। সহজ সরল জীবনযাপন করতেন। প্রথমে যুব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছেন। এবং এবং দীর্ঘদিন ঐ এলাকার শাখা সম্পাদকদের দায়িত্ব পালন করছেন। আজ গোটা দেশের সাধারণ মানুষ এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছে। বেকার যুবদের কাজ নেই। একটার পর পর রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল ,ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। গ্যাসের ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে। মানুষকে ধর্মের নামে বিভেদ করার চেষ্টা করছে মোদী সরকার। এই করোনায় প্রায় ১৫ কোটি মানুষের কাজ চলে গেছে। অন্যদিকে এরাজ্যে তৃণমূলের সরকার রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেরে নেওয়ার চেষ্টা করছে। কাজ , শিক্ষা দাবি চাইতে গিয়ে নবান্ন অভিযানে যুব কমরেড মইদুল ইসলাম মিদ্দ্যাকে তৃণমূলের পুলিশ নৃশংস ভাবে হত্যা করেছে। এই দুই সরকার কর্পোরেটদের স্বার্থে কাজ করছে। কর্পোরেটদের পুঁজিকে বাড়ানোর জন্য প্রতিদিন নিজেদের মধ্যে লড়াই করছে। আর এই কঠিন পরিস্থিতিতে মানুষের দাবি নিয়ে বিকল্প ভাবনা নিয়ে সারা রাজ্যে বামপন্থীরা লড়াই করছে। ২৮ ফেব্রুয়ারি জনগণের ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড হবে। তার প্রস্তুতি চলছে। আগামী এক মাসের পর এ রাজ্যে নির্বাচনে তৃণমূলকে সিরিয়ে, সাম্প্রদায়িক বিজেপি কে এরাজ্যে থেকে সরিয়ে জনগণের সরকার, বিকল্প সরকার বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সরকার গঠনের শপথ নিতে হবে। তবেই সখা মাঝির স্মরণ সভার সার্থক হবে। স্মরণ সমাবেশে শোক প্রস্তাব পাঠ করেন অতনু হুই। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সুপর্ণা ব্যানার্জি, গৌরী ব্যানার্জি , এ বি টি এ – র বর্ধমান জেলা কমিটির সম্পাদক সুদীপ্ত গুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন অনেক সাধারণ মানুষ।

ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী মঙ্গলকোট এরিয়া কমিটির উদ্যোগে এরিয়া কমিটির কার্যালয়ে বুথ টিমের সদস্যদের নিয়ে নির্বাচন সম্পর্কে বিস্তারিত আলোচনা ও২৮ ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ সফল করার জন্য আলোচনা করা হয়। আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সাধনা মল্লিক ও জেলা কমিটির সদস্য, মঙ্গল কোট এরিয়া কমিটির সম্পাদক দুর্যোধন সর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।