জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:০৩/০৬/২০২৩:- জগন্নাথ ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী) মগরা দিগসুই এরিয়া কমিটির দিগসুই ৭ নং শাখার পাটি সদস্য কৃষক ও খেতমজুর সংগঠনের সক্রিয় সদস্য কমরেড নির্মল দাস ( ৪৮ ) দীর্ঘ রোগ ভোগের পর আজ (শনিবার ইং ৩/৬/২০২৩) আনুমানিক বেলা ১২ টা নাগাদ নিজ বাস ভবনে প্রয়াত হন।
প্রয়াত কমরেড নির্মল দাস তার বাড়ি দিগসুই হোয়েড়া প্রঞ্চায়েত এলাকার বাগরি গ্রামে, গরিব খেটে খদাসের মানুষের কাছে ভিষণ জনপ্রিয় ছিলেন, তিনি রেখে গেলেন মা,স্ত্রী, দুই পুত্র কে।তার অকাল প্রয়ানে পাটি সংগঠনের অপুরণীয় ক্ষতি হলো। তার মৃত্যুর খবর পেয়ে এরিয়া কমিটির সম্পাদক বাবলু ঘোষ, এরিয়া কমিটির সদস্য গৌতম বসু, মহঃ হাফিজ, দিগসুই ৭ নং শাখার সম্পাদক সেখ ওসমান আলি সহ অন্যান্য পাটি সদস্যরা তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানান ও পরিবারের সকলকে সমবেদনা জানান,
পরে তার মরদেহ পাটি কার্যালয় শহীদ স্মৃতি ভবনে নিয়ে এলে পাটির রক্ত পতাকা ও ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান কমরেড বাবলু ঘোষ, কমরেড গুরুপদ ঘোষ, কমরেড গৌতম বসু,কমরেড পরমজ্যোতি ব্যানার্জী কমরেড ওসমান আলি সহ বহু পাটি কমরেড।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির প্রাক্তন সহ-সভাপতি, এলাকার গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব গৌর চন্দ্র বাঁকের স্মরণ সভায় শ্রদ্ধা নিবেদন করেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহনদাস পন্ডিত, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হুগলি জেলা কমিটির সহ-সভাপতি শেখ হবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হুগলি জেলা কমিটির সহ-সম্পাদক জয়দেব ঘোষ সহ এলাকার শিক্ষক শিক্ষিকারা।

সুব্রত দাশগুপ্তঃ-পৌরসভার দুর্নীতি ও জঞ্জাল কর সহ বিভিন্ন কর বৃদ্ধির বিরুদ্ধে পৌরসভা থেকে ডানলপ অবধি মিছিল।

দেবারতি বাসুলীঃ-আরামবাগ ২এরিয়া কমিটির মাধবপুর অঞ্চলের সোনাগাছি বুথে গনস্বাক্ষর অভিযান চলছে।

রতন মন্ডলঃ-ব্যান্ডেল কোদালিয়া ২ খেদোপারা গণ সাক্ষর অভিযান চলছে।

Hi

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।