চিন্তন নিউজ:১৮/০৬/২০২২:- সংবাদ দাতা চন্দনা বাগচী সংবাদ পরিবেশন করতে গিয়ে জানিয়েছেন যে আজ সিপিআইএম বাটা -মহেশতলা এরিয়া কমিটি র আহ্বানে আজকে বাটা মোড় থেকে শান্তি ও সম্প্রীতি মিছিল সংঘটিত করা হয় বৃষ্টি মাথায় নিয়েও মানুষের ভালো উপস্থিতি ছিলো ।
বারুইপুর থেকে অভিজিত ব্যানার্জী তার প্রতিবেদনে জানিয়েছেন যে সিপিআইএম বারুইপুর পশ্চিম এরিয়া কমিটি র ডাকে লাগামছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধি, টেট দুর্নীতি, সাম্প্রদায়িক সম্প্রতি, এবং অবিলম্বে অগ্নিপথ বাতিলের দাবীতে বৃষ্টির মধ্যেও এক বিশাল সুসজ্জিত মিছিল করা হয় ।বারুইপুর রেল ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে শিবানীপীঠ গিয়ে শেষ হয় ।
অপরদিকে যাদবপুর থেকে দেবু রায় জানাচ্ছেন যে ষোলো টি বাম সংগঠন এর ডাকে পাল বাজার চত্বরে অগ্নিপথ বাতিল সহ , সাম্প্রদায়িক সম্প্রীতি কে আক্ষুন্ন রাখার দাবিতে এক পথ সভার আয়োজন করা হয় । বৃষ্টির মধ্যেও এই পথসভা চলে । এই পথ সভায় অন্যান্য বাম সংঘটন এর নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য ছোটন পাল এবং এরিয়া কমিটি এবং জেলার সদস্যা অপর্ণা ব্যানার্জী।