চিন্তন নিউজ:১লা অক্টোবর,২০২০: কমলেন্দু রায়ের রিপোর্ট:-ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় নেত্রী কমরেড বৃন্দা কারাতের নামে ষড়যন্ত্র করে দিল্লির দাঙ্গার দোহাই দিয়ে মিথ্যা চার্জসীট দেওয়া হয়েছে অবিলম্বে তা তুলে নিতে হবে। যারা ২০০২ সালের গুজরাটের গণহত্যার নায়ক ছিলেন এখন যিনি দেশের প্রধানমন্ত্রী ঐ সালের ২৭শে ফেব্রুয়ারি গোধড়ায় একটি ট্রেন জ্বালিয়ে দিয়ে কয়েক হাজার ট্রেন যাত্রীকে পুড়িয়ে মারা হয়েছিল, সেই সব দোষীদের এখনো পর্যন্ত কোনো শাস্তি হলো না । জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে দলিত নারী-পুরুষদের এবং ধর্ষণ করে মেরে ফেলে পুলিশ তদন্ত না করেই সেই মৃতদেহটি পরিবারকে না দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তার না করে তাদের পক্ষ নিচ্ছে পুলিশপ্রশাসন। যারা বেটি পড়াও বেটি বাঁচাও বলে কোটি কোটি টাকা খরচ করে মোদীর ছবি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন সেই বিজেপি শাসিত রাজ্যে মহিলারা বেশি লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষণের মত ঘটনা বেশি করে ঘটেই চলেছে। এর প্রতিবাদে আজ মহিলা ও যুবফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বলছেন মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুস্মিতা সাহা, যুবফ্রন্টের শহর সম্পাদক সমীরণ সাহা প্রমুখ।
সুশান্ত বিশ্বাসের রিপোর্ট:- গঙ্গারামপুর এরিয়া কমিটির উদ্যোগে আজ গঙ্গারামপুর ব্লকের ২-১ বেলবাড়ি অঞ্চলে – গরীব মানুষের ঘর চাই, ১০০ দিনের বদলে ২০০দিন কাজ চাই, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা প্রতি মাসে দিতে হবে, গরীব মানুষকে মাসে ৭৫০০টাকা করে দিতে হবে এবং তৃণমূলের দুর্নীতি ও স্বজন পোষণ অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবিতে ডেপুটেশন কর্মসূচী চলছে।
অপরদিকে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে গতকাল জেলার কুমারগঞ্জ বিধানসভার অন্তর্গত ৭ নং মোহনা গ্রাম পঞ্চায়েতে পথসভায় বক্তব্য রাখছেন পার্টির জেলা সম্পাদক কমরেড নারায়ণ বিশ্বাস ।