চিন্তন নিউজ:০৬/০৫/২০২৩:- জয়দেব ঘোষঃ-হুগলি জেলার ত্রিবেণী পলাশপুর এলাকার ১০ বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রীর উপর শ্লীলতাহানির প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধিক্কার জানিয়ে আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির ডাকে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মন্ডল, রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত, রাজ্য সহ-সভাপতি মানসী চক্রবর্তী, রাজ্য সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্যা এবং কলকাতা জেলা কমিটির সম্পাদিকা সোনালী চৌধুরী, হুগলি জেলা সম্পাদক কমল মল্লিক, হুগলি জেলার প্রাক্তন সভাপতি ও সম্পাদক নরেন দে,জেলা সহ-সভাপতি সেখ হবিবুর রহমান, জয়ন্ত কুমার দে ,জেলা সহ-সম্পাদক জয়দেব ঘোষ,জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মনোজ সরকার সহ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এলাকার নেতৃত্ব সহ সদস্য/সদস্যাবৃন্দ। তারা মৌন মিছিল শেষে ছাত্রীটির মায়ের সাথে দেখা করে তাকে আশ্বস্ত করেন এবং সব রকমের সহযোগিতা করার আশ্বাস দেন।
সুদীপ্ত সরকারঃ- অবিলম্বে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার দাবিতে,
১০০ দিনের কাজ চালু ও বকেয়া টাকা প্রদানের দাবিতে,
দূর্নীতি চাপা দিতে বি জে পি – তৃণমূলের বোঝাপড়ার প্রতিবাদে,
তৃণমূলকে হারাতে,
বিজেপিকে তাড়াতে-
রাধাণগর অঞ্চল নির্বাচন কমিটির ডাকে চন্দ্রহাটি শিশু শিক্ষা কেন্দ্রের সামনে থেকে মিছিল শুরু করে মসিনান দিঘীর ধার হয়ে রাধাণগর গ্রাম ঘুরে রামহাটিতলায় শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য স্বপন বটব্যাল ও সুদীপ্ত সরকার। এছাড়াও এরিয়া কমিটির অন্যান্য নেতৃত্বগণ ও রাধাণগর অঞ্চলের পার্টি নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।