জেলা

অসহায় পরিবারের পাশে এস এফ আই


মিঠুন ভট্টাচার্য:চিন্তন নিউজ’: ৩রা মে :- গোটা দেশ জুড়ে যখন করোনা ভাইরাস সংক্রমণের ফলে লকডাউন চলছে তখন চিন্তার ভা়ঁজ কপালে দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ গুলির। তাদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছে ছাত্র সংগঠন এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটি, তাদের সম্পাদক গোপাল পাল জানান এই পরিবার গুলির খুব অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে। তাই তারা এই সময়ে তাদের পাশে সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিবারগুলি খাবার জোগাড় করতে হিমসিম খাচ্ছে এমন সময়ে তো সকল মানুষকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো দরকার তাই তারা অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন,পুরি,খিচুড়ি এমনকি ছোটো শিশুর দুধ সহ অন্য অন্য খাদ্যসামগ্রী তুলে দেন। এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল আরো জানান লকডাউন চলাকালীন “আমরা এই সহযোগিতার কাজ করো যাবো এবং রাজ্য সরকার ও দেশের সরকার কে অনুরোধ করবো এই সকল অসহায় পরিবার কথা মাথায় রেখে এদের সহযোগিতা করা হোক এবং রেশন চুরি বন্ধ করুন রেশন চোরদের উপযুক্ত সাজা দিন”।

লোকাল সম্পাদক সাধারন মানুষের প্রতি আবেদন জানিয়ে বলেন লকডাউন চলছে এই সময় সরকারের নিয়ম মেনে চলুন অকারণে ঘর থেকে বের হবেন না সুস্থ থাকুন সাবধানে থাকুন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।