জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, ১ নভেম্বর – ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী ) বর্ধমান সদর-১ এরিয়া কমিটি দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল আজ চিত্তরঞ্জন ব্যানার্জী নগর চামারদিঘিতে , আব্দুল হালিম জালালী ও বিনয় হাজরা মঞ্চে । সকাল ৯-৩০ মিনিটে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টির নেতৃত্ব কমরেড পাঁচুগোপাল চ্যাটার্জী। শহীদ বেদীতে মাল্যদান করেন পাঁচুগোপাল চ্যাটার্জী,, অমল হালদার, গনেশ চৌধুরী, দেবু রায়, মেহেবুব আলম, জহর দত্ত,অপর্ণা সাহা,৩৪টি শাখা । সম্মেলনের কাজ শুরু হয় সকাল সাড়ে দশটায়। উদ্বোধন করেন পার্টি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য গনেশ চৌধুরী। প্রতিবেদন পেশ করেন সম্পাদক মেহেবুব আলম। রিপোর্টের উপর আলোচনা করেন ৩৩ জন সদস্য। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য অমল হালদার। জবাবী ভাষণ দেন বিদায়ী সম্পাদক মহবুব আলম। সম্মেলন থেকে ১৫ জনের কমিটি তৈরি হয়েছে। নব-নির্বাচিত সম্পাদক হয়েছেন মৃণাল কর্মকার।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) গুসকরা পশ্চিম এরিয়া কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো প্রয়াত কমরেড বংশীধর মন্ডল নগর (কোটা গ্রাম) এবং প্রয়াত লক্ষীকান্ত মাজি মঞ্চে। সম্মেলনকে কেন্দ্র করে দেয়াল লিখন পতাকা টাঙানো প্রভৃতি কর্মসূচির পাশাপাশি সাজানো হয়েছিল লাল পতাকায় সম্মেলন এলাকা। সম্মেলন উদ্বোধন করেন পার্টির রাজ্য কমিটির সদস্য ও পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ হোসেন । খসড়া সম্পাদকীয় প্রতিবেদন রাখেন এরিয়া কমিটির বিদায়ী সম্পাদক সুরেন হেমব্রম । সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন ২৮ জন প্রতিনিধি। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক। তাঁর বক্তব্যে সাংগঠনিক নিয়ম-নীতি উল্লেখ করে সম্মেলন পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন, আন্তর্জাতিক ও জাতীয় রাজনীতি, করোনাকালীন পরিস্থিতিতে দেশের কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী সিদ্ধান্তগুলি একে একে তুলে ধরে মানুষের স্বার্থে তীব্র গণআন্দোলন গড়ে তোলার ডাক দেন ।সম্মেলনের প্রতিনিধিদের আলোচনার উপর জবাবী ভাষণ দেন কমিটির বিদায়ী সম্পাদক।
সম্মেলন শেষে মোট ১৫ জনের এরিয়া কমিটি , এবং জেলা সম্মেলনের ১০ জন প্রতিনিধি নির্বাচিত হয়। এরিয়া কমিটির সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন সুরেন হেমব্রম। সন্মেলনের শুরুতে কোটা গ্রামের হাটতলা প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন কোটা ৪ শাখার প্রবীণ পার্টি সদস্য কমরেড শক্তি বাউরি। শহিদ বেদীতে মাল্যদান করেন বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের পক্ষে বিদায়ী সম্পাদক ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।