জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-২রা ডিসেম্বর:– দেবারতি বাসুলীঃ-কৃষকদের আলু চাষের প্রয়োজনীয় সারের জোগানের দাবিতে ও সারের কালোবাজারি রুখতে তারকেশ্বর থানা কৃষক সভা ও তারকেশ্বর ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে বি ডি ও র নিকট ডেপুটেশন দেওয়া হলো।

জয়দেব ঘোষঃ-*নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (ABPTA) ন্যাশনাল ইন্স্টিটিউট অফ স্কুলিং (NIOS) কে পাঠানো চিঠির উত্তর দিল কেন্দ্রীয় সংস্থাটি। একমাত্র এবিপিটিএ,তারাই চেষ্টা চালিয়ে যাচ্ছে এন আই ও এস র সাথে যোগাযোগ করে রাজ্যে তৈরি হওয়া শিক্ষক সমস্যা মেটাতে।

সোমনাথ ঘোষঃ-চন্ডীতলা ১ নং বি ডি ও এবং এ ডি এ এর নিকট সারের কৃত্রিম সংকট তৈরি করে ফাটকাবাজি, আলু বীজের গুনমান ঠিক না রাখা, ইচ্ছে মত দাম নেওয়া বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে সরকার নির্ধারিত সহায়ক মূল্যে সমস্ত অঞ্চলে ক্যাম্প করে কৃষকদের থেকে ধান কেনার ব্যবস্থা করার দাবীতে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভার উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে ছিলেন সোমনাথ ঘোষ, আশীষ চ্যাটার্জি, সন্তোষ ঘোষ, বিশ্বজিৎ মাজি, অমল মান্না, দীপক আদক ও অজিত পাল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।