জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- ৪ঠা ডিসেম্বর:–সোমনাথ ঘোষঃ- চলতি রবি মরশুমে আলু চাষে প্রয়োজনীয় সারের কৃত্রিম ঘাটতি ও ফাটকাবাজির প্রতিবাদে হুগলী’র চন্ডীতলা-১ নং ব্লকের শিয়াখালা অঞ্চল কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে ২রা ডিসেম্বর’২১ বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়াখালা বাজারে মিছিল ও পথসভা সংগঠিত হয়। মিছিল সমগ্র বাজার পরিক্রমা করে শিয়াখালা চৌমাথায় শেষ হলে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কৃষক সভার ব্লক সম্পাদক সোমনাথ ঘোষ। প্রায় দেড় ঘন্টা ব্যাপী কর্মসূচীতে অংশ নেন রঘুনাথ ঘোষ, বিশ্বজিৎ মাজি,শুভদীপ রায়,লোকনাথ ঘোষ, তাপস ঘোষ,তপন ব্যানার্জী,কিশোর ভট্টাচার্য্য প্রমুখ কৃষক ও ক্ষেতমজুর নেতৃবৃন্দ। মিছিল থেকে সারের কৃত্রিম ঘাটতি সৃষ্টি, ফাটকাবাজি, বস্তায় লেখা এম.আর.পি’র অতিরিক্ত ৪-৫’শো টাকা দাম নেওয়া, “ট্যাগিং” হিসাবে ৩-৪’শো টাকার বাধ্যতামূলক অণু সার নেওয়ার প্রতিবাদ জানানো হয় এবং হুঁশিয়ারী দেওয়া হয়। অবিলম্বে কৃষকের চাহিদামত ন্যায্য মূল্যে সার ও আলুবীজের যোগান দেওয়া, মুনাফাখোর ও কালোবাজারী দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, কৃষকের উৎপাদন খরচের দেড়গুণ এম.এস.পি. চালু করা, সার-বীজ সহ কৃষি উপকরণে ভর্তুকি বৃদ্ধি করা, ক্যাম্প করে সরকারকে সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কমানো ইত্যাদি দাবী জানানো হয়। মানুষ ভর্তি বাজারে মিছিল ও পথসভার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো।

জয়দেব ঘোষঃ- রাজ্যে তৈরি হওয়া “পঞ্চম শ্রেণী” নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ সহ মতামত দিয়ে মাননীয় বিভাগীয় মন্ত্রী,মাননীয় বিভাগীয় কমিশনার ও মাননীয় বিভাগীয় সেক্রেটারিকে সমিতির চিঠি ।

দেবারতি বাসুলীঃ-রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর বিরুদ্ধে আজ হরিপালে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।