চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১০ ই জুলাই, ২০২১ – শ্রমিক ক্যান্টিন বর্ধমান শহর ১– আজ শ্রমিক ক্যান্টিন থেকে রেল হকার ও রেলের ঠিকা শ্রমিকদের মোট ১০০ জনকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
কাটোয়া দীঘির পাড় এলাকায় বাড়ি বাড়ি সচেতনতার প্রচার চলছে করোনা পরিস্থিতি মোকাবিলার সি পি আই এম পার্টির পক্ষ থেকে।
![](https://chintannews.com/wp-content/uploads/2021/07/IMG-20210710-WA0042-1024x461.jpg)
রেড ভলেন্টিয়ার –
আজ এ বি টি এ কাটোয়া মহকুমার পক্ষ থেকে কেতুগ্রাম ও কাটোয়া-১ এর রেড ভলেন্টিয়ারদের হাতে স্যানিটাইজার, মাস্ক,পিপিই কীটস, অক্সিমিটার তুলে দেওয়া হলো।
![](https://chintannews.com/wp-content/uploads/2021/07/IMG-20210710-WA0043.jpg)