জেলা

কোলকাতার কিছু কথা


কাকলি চ্যাটার্জি, চিন্তন নিউজ, ১২ মার্চ: কাশীপুর – বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে বাম ও ধর্মনিরপেক্ষ জোটের প্রার্থী সিপিআই (এম ) এর প্রতীপ দাশগুপ্তের সমর্থনে ১ নং ওয়ার্ডে দেওয়াল লিখন ও প্রচার কর্মসূচি চলছে।

সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ৪০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কসবা তিলজলা আঞ্চলিক কমিটির উদ্যোগে ৪২এ বাস স্ট্যান্ডে পালন করা হলো।

সিপিআই (এম ) ৬৭ ওয়ার্ড কমিটির উদ্যোগে বোস পুকুর, শচীন সেন স্মৃতি ভবন-কসবা ও পূর্বশ্রী পল্লী অঞ্চলে দেওয়াল লিখনের কাজ চলছে।

বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী সিপিআই (এম) এর প্রার্থী ফুয়াদ হালিম ৮৫ নং ওয়ার্ডে সাধারণ মানুষের কাছে তাঁদের দাবিদাওয়া, অভিযোগ শোনার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে জোটের প্রয়োজনীয়তার কথা সুন্দরভাবে ব্যাখ্যা করলেন।

বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র প্রার্থী নিহার ভক্ত সমর্থনে আজ ১৩২নং ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু হলো।

বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের জোট সমর্থিত সিপিআই (এম ) প্রার্থী সমিতা হর চৌধুরী নিজেই রং তুলি ধরলেন, দেওয়াল লিখনের শুরু করলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।