জেলা

হুগলি জেলা সংবাদ


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ১২ই মার্চ: আগামী পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে হুগলি জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে দেওয়াল লিখন, এবং প্রার্থীদের প্রচার। সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম প্রার্থী কমরেড সুরজিৎ ঘোষ এর সমর্থনে নাইটায় চলছে দেওয়াল লিখন। একই ভাবে উত্তরপাড়া, চন্দননগর, আরামবাগ, হুগলি- চুঁচুড়া বিধানসভায় জোরকদমে চললো দেওয়াল লিখন।

এখনো গরীব — হতদরিদ্র অসুস্থ মানুষের ভালোবাসা লাল ঝান্ডার প্রতি। উত্তম মালিক ধনিয়াখালি এলাকার মান্দাড়া পঞ্চায়েতের এক সাধারণ খেতমজুর। লাল ঝান্ডার প্রতি অগাধ ভালোবাসা। প্যারালাইসিসে আক্রান্ত, তাই হাঁটা চলা করতে পারেন না। হাতে লাল পতাকা নিতে পারেন না তাই পকেটে নিয়ে থাকেন। বললেন, “শরীর ভালো না কিন্তু মরার আগে ভোটটা দেবো।” আর এও জানালেন জোট বিপুল বিপুল ভোটে জিতবে।

জেলার সর্বত্র জোটপ্রার্থীদের প্রচার চলছে জোর কদমে। সিঙ্গুরের সংযুক্ত মোর্চার সমর্থীত সিপিআইএম প্রার্থী তরুন তুর্কি ছাত্রনেতা কমরেড সৃজন ভট্টাচার্য্য এর সিঙ্গুর বাজারে প্রচারের প্রথম দিন। মানুষের মধ্যে ব্যাপক সাড়া। আবার এদিকে বৈঁচী গ্রামে আমজাদ হোসেনের জনসংযোগ যাত্রায় পড়লো ব্যাপক সাড়া। উত্তরপাড়া ভদ্রকালী এলাকাতেও প্রার্থী নিয়ে প্রচার করা হয়। চাঁপসরা গ্রামে দেওয়াল লিখন সংযুক্ত মোর্চা সিপিআইএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান এর সমর্থনে। বারুইপাড়ায় সিঙ্গুর বিধানসভার সিপিআইএম প্রার্থী ছাত্র নেতা কমরেড সৃজন ভট্টাচার্য্যর সমর্থনে দেওয়াল লিখন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।