জেলা

অ্যাডিনো ভাইরাস সংক্রমণে আতঙ্ক বাড়ছে


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:০১/০৩/২০২৩:– মাত্র বছর দেড়েক আগেই করোনা ভাইরাস এর আতঙ্ক থেকে ক্রমে সুস্থ হচ্ছে পৃথিবীর সব দেশের সঙ্গে ভারতবর্ষ । করোনা ভাইরাস এর জেরে নাজেহাল অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা । আবার এক নতুন ভাইরাস এর মুখোমুখি পশ্চিমবঙ্গ, যা হচ্ছে বিশেষ করে শিশুদের ।

আ্যাডিনো ভাইরাস নামক এই ভাইরাসটিতে প্রধানত শিশুরা আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুও ঘটছে। প্রধানত জ্বর ,সর্দি , কাশি ও শ্বাসকষ্ট এই রোগের উপসর্গ এমনটাই বলেছেন ডাক্তার ও বিশেষজ্ঞ মহল। আতঙ্ক বেড়েছে গতকাল রাত থেকে । গত চব্বিশ ঘণ্টায় প্রায় আশি জন শিশু রোগী ভর্তি হয়েছে বি সি রায় শিশু হাসপাতালে । প্রত্যেকেরই একই উপসর্গ । বিভিন্ন জেলা হসপিটাল গুলো থেকে রোগীদের বি সি রায় হাসপাতালে পাঠানো হচ্ছে ফলে দেখা দিয়েছে বেডের সমস্যা । অভিযোগ ,এক একটি বেডে তিন চার জন করে শিশুদের রাখা হয়েছে যার ফলে সংক্রমন বাড়ছে । আতঙ্ক বাড়িয়ে গত রাত থেকে পাঁচজন শিশু রোগী র মৃত্যু হয়েছে শুধু মাত্র কলকাতাতেই । এই পাঁচটি শিশুর মধ্যে তিনজন বি সি রায় তে আর দুই জন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিল । এই শিশু গুলোর মধ্যে একটি ছয় মাস বয়সের বাচ্চা মধ্যমগ্রামের বাসিন্দা তার শরীরে আ্যাডিনো ভাইরাস এর সংক্রমন ছিল বাকী দের নিউমোনিয়া হয়েছিল । তাদের মেডিকেল রিপোর্ট আসেনি তাই বলা যায় নি যে তাদের দেহে আ্যাডিনো ছিল কি না ।

সুত্রের খবর অনুযায়ী জানা গেছে যে গত কয়েকদিন এ এই ভাইরাস এর জেরে পনেরো টি শিশু রোগী বি সি রায় হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে তেরো জন, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ কেয়ার এ পাঁচ জন ও পিয়ারলেস এ দুটি শিশুর মৃত্যু হয়েছে বলে সুত্রের খবর। পশ্চিমবঙ্গ এর স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা আতঙ্ক বাড়াচ্ছে। চিকিৎসকদের অভিমত বাচ্চাদের জন্য যথেষ্ঠ স্পেশাল কেয়ার ইউনিট প্রয়োজন এই রোগের চিকিৎসা র জন্য । কিন্তু সব হাসপাতালে ই বেডের সমস্যা দেখা দিয়েছে । রোগীদের তুলনায় অনেক কম বেডের সংখ্যা । করোনা সংক্রমন থেকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর কোন শিক্ষাই নেয় নি তা এই আ্যাডিনো ভাইরাস সংক্রমণ দেখাতে শুরু করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।