জেলা রাজ্য

বর্ণ বিদ্বেষ বিরোধী লড়াইয়ে সংহতিতে ভারতের ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটি


মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:৩রা জুন:- বিশ্ব সাম্রাজ্যবাদের মস্তিষ্ক বলে সারা পৃথিবী যাকে জানে সেই পৃথিবীর বড়দা আমেরিকার চল্লিশটা শহরে আজ কারফিউ চলছে , তথাকথিত বিশ্বের সর্ব শক্তিমান ডোনাল্ড ট্রাম্প নামক মানুষটি হোয়াইট হাউস নামক অট্টালিকার মাটির নিচে বাংকারের নিচে লুকোতে বাধ্য হয়েছেন। ক্ষোভ আছড়ে পড়েছে সমগ্র আমেরিকা জুড়ে , আমেরিকার সাধারণ মানুষ সাদা মানুষ কালো মানুষ একত্রে একসাথে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। সিআইএ তথা আমেরিকান পুলিশের সাথে জনগণের সংঘর্ষ বেধেছে এবং শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকান পুলিশ ও সেনাবাহিনী পরাজয় স্বীকার করে নিয়ে হার মেনে নিয়েছে সাধারণ নাগরিকদের কাছে , কেন জানেন ?

আমেরিকা নিবাসী একজন কালো মানুষ পেটের খিদায় বাধ্য হয়ে একটি নকল নোট দিয়ে খাদ্য সামগ্রী কেনার চেষ্টা করেছিলেন সেই অপরাধে একজন পুলিশ কর্মী হাটু দিয়ে পিষে সেই কালো মানুষটিকে মেরে ফেলেছে নির্মমভাবে , সেখান থেকেই প্রতিবাদ শুরু যে প্রতিবাদ আজ সমগ্র বিশ্বকে উতাল পাতাল করে দিয়েছে যার রেশ পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে।

বর্ণ বিদ্বেষ বিরোধী লড়াইয়ে সংহতি জানিয়ে এবং আমেরিকার এই ঘৃণ্য পৈশাচিক ঘটনার প্রতিবাদে ” ভারতের ছাত্র ফেডারেশন ” পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসাবে গতকাল মঙ্গলবার এস‌এফ‌আই , দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে সংহতি জানানো হয় সেই সমস্ত লড়াকু আমেরিকার মানুষকে , শহর শিলিগুড়িতে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।