জেলা

হুগলি জেলার সংবাদ-


১০ ই জুলাই- চিন্তন নিউজ- কুন্তল-সি, আই, টি, ইউ ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী জোনাল কমিটির উদ্যোগে ” কমরেড জ্যোতি বসু স্মারক বক্তৃতা “। বক্তব্য রাখছেন কমঃ শান্তশ্রী চট্টোপাধ্যায় । স্থান : ত্রিবেণী টিস্যু তুষার স্মৃতি ভবন , ১০ই জুলাই ‘ ২০২১

১৭০৩ সালে প্রতিষ্ঠিত বাঁশবেড়িয়ার অন্যতম পুরাতন শিব – দুর্গা মন্দির(দালান মন্দির নামেই পরিচিত) স্যানিটাইজ করা হয় মন্দির কর্তৃপক্ষের আবেদনে…। এলাকার রেড ভলেইন্টিয়র্স এই কাজ করে গর্বিত।

সোমনাথ ঘোষ:- ভ্যাকসিন দুর্নীতি,পেট্রোপণ্যের মারাত্মকভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে চন্ডীতলা-১ বামফ্রন্টের উদ্যোগে আজ ১০ই জুলাই,২০২১ শনিবার সকাল ১০ টায় হুগলী’র চন্ডীতলার শিয়াখালা বাজারে কোভিড স্বাস্থ্যবিধি মেনে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।আজকের এই কর্মসূচীতে রাজ্যে ভ্যাকসিনদুর্নীতি, পেট্রোল-ডিজেল- রান্নার গ্যাস সহ জিনিসপত্রের প্রায় প্রতিদিন লাগামছাড়া মূল্যবৃদ্ধি,কৃষিক্ষেত্রকে কর্পোরেট করণ করা ইত্যাদির বিরুদ্ধে, এবং তিনটি কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল-২০২০ বাতিল, কোভিড-১৯ অতিমারি মোকাবিলায সব মানু্ষকে অবিলম্বে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান,স্বামীনাথন কমিশনের সুপারিশ মত কৃষকের ফসলের ন্যায্য দাম,১০০ দিনের কাজকে ২০০ দিন করা ও দৈনিক ৬০০ টাকা মজুরি দেওয়া প্রভৃতি দাবীতে ফ্ল্যাগ,ফেস্টুন, পোস্টার নিয়ে শ্লোগান মুখরিত মিছিল, বিক্ষোভ-অবস্থান, পথসভার মাধ্যমে প্রায় এক ঘন্টা ধরে প্রতিবাদ কর্মসূচী পালিত হয়। সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন পার্টিনেতা সোমনাথ ঘোষ। উপস্থিত ছিলেন স্বপন বটব্যাল,রঘুনাথ ঘোষ,অশোক নিয়োগী,আশীষ চ্যাটার্জ্জী, সঞ্জয় ঘোষ,তপতী ব্যানার্জ্জী,তপন মান্না, বিশ্বজিৎ মাজি,তপন ব্যানার্জী,সাগর নন্দী,তাপস ঘোষ,কিশোর ভট্টাচার্য্য প্রমুখ নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।