জেলা

হুগলি জেলার আজকের খবর


সুপর্না রায় : চিন্তন নিউজ:১২ই জুলাই:- শোনা যায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার তা জনসমক্ষে এল। হুগলি জেলার খানাকুলে তোলা আদায় এর বিরুদ্ধে মুখ খোলায় নব্য তৃনমুল গোষ্ঠী বাঁশ দিয়ে মেরে মাথা দু’টুকরো করে দিল।। বন ও ভূমি সংস্কার দপ্তরের ওই কর্মাধ্যক্ষ শেখ আলি হোসেন নামে ওই তৃনমুল নেতা পুলিশের কাছে তৃনমুলের তোলাবাজি নিয়ে অভিযোগ করেন। পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে যায় এবং শেখ আলিকে লিখিত অভিযোগ দায়ের করতে বলে। আলি হোসেনের স্পষ্ট অভিযোগ করেন দলের এক শ্রেণীর অসাধু তৃণমূল কংগ্রেস নেতা যথেচ্ছ ভাবে তোলা আদায়, আমফান ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ এর টাকা আত্মসাৎ, বিভিন্ন সরকারি টাকা নয়ছয় করছিল আরেক তৃণমূল কংগ্রেস নেতা দীপন মাইতি আর তার দলবল। দূর্নীতি সামনে চলে আসছে দেখে শেখ আলীকে মেরে ফেলতে চায়। যথারীতি প্রশাসন নীরব ধৃতরাষ্ট্র। শ্রীরামপুর ওয়ালশ হসপিটাল থেকে সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে কোভিড হাসপাতালে রোগীদের সাথে পড়লো ইলিশ মাছের পাতলা ঝোল।।এই ইলিশ মাছের আয়োজন করেছিলেন হাসপাতালেরই স্বাস্থ্য কর্মী সব্যসাচী কর ও মামনি সেন রায়। তাঁরাই ইলিশ মাছ কিনে আনেন এবং রোগী থেকে ডাক্তার নার্স বা স্বাস্থ্য কর্মীরা সবাই আনন্দে ইলিশের টুকরোতে কামড় দেন। সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে ভাতার পান্ডুয়া অঞ্চলে এক বিশাল বাইক চুরির চক্র ধরা পড়লো। এর মাথা একজন পান্ডুয়ার সিভিক ভলান্টিয়ার। পুলিশ তার সঙ্গে আরও দুজন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে সাতটি মোটরসাইকেল। সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে বাসব চট্টরাজ নামে এক তৃনমুল নেতা গরীব মানুষ গুলোকে দিয়ে ১০০ দিনের কাজ না করিয়ে মিছিলে নিয়ে গিয়েছিল আর তার জন্য পুরস্কার পেলেন মমতা ব্যানার্জি সরকার এর থেকে।। একটি সাধারণ বুথ সদস্য হয়ে গেলেন পুরো অঞ্চলে র সভাপতি হয়ে গেলেন কারন তিনি অত্যন্ত ভালো কাজ করেছেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।