চিন্তন নিউজঃ- ১৮ই অক্টোবর:- কমরেড সৌরভ গাঙ্গুলীঃ- হুগলী-চুঁচুড়া পৌরসভা অস্থায়ী মজদুর কর্মচারী সংগঠনের সহ-সম্পাদক সুব্রত দত্ত-র (আপাই)কাজ অন্যায় ভাবে কেড়ে নেয় পৌর কর্তৃপক্ষ!কাজ হারানোর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দেয় আপাই!পৌর কর্তৃপক্ষের সঙ্গে লড়াই শুরু হয় পৌরসভায় ৭৬ জন লোককে স্বজন পোষণ করে নিয়োগ করা নিয়ে!তারপর অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের মজুরী বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে!আপাই ছিল সর্বদা হাসি খুশি ও শান্ত স্বভাবের মানুষ!পৌরসভায় আপাই যে দপ্তরে কর্মরত ছিল সেখানের কাজ সর্বদা সঠিক ভাবে পালন করতো!আবার পৌর কর্তৃ পক্ষের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যখন আন্দোলন হত তখন সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতো!পৌর কর্তৃ পক্ষের রক্তচক্ষু কখনো ওর নেতৃত্ব দানকে দমাতে পারেনি!অস্থায়ী পৌর মজদুর কর্মচারী সংগঠন-কে দুর্বল করতে পৌর কর্তৃপক্ষ সংগঠনের সামনের সারির লোকেদের বদলি এবং ৫ জন অস্থায়ী কর্মচারীকে বিনা অপরাধে কাছ থেকে বরখাস্ত করে!আপাইয়ের এই লড়াই বিফলে যাবেনা!আগামী দিনে এই লড়াই আরো তীব্র হবে!
সোমনাথ ঘোষঃ-সি পি আই (এম) চন্ডীতলা ১ নং এরিয়া কমিটির ২ য় সম্মেলন আজ প্রবল প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে আঁইয়ায় অনুষ্ঠিত হল। সম্মেলনের উদ্বোধন করেন হুগলী জেলা কমিটির সদস্য কম ভক্তরাম পান।
শোক প্রস্তাব পাঠ করেন কম অশোক নিয়োগী ।
সম্পাদকীয় খসড়া প্রতিবেদন পেশ করেন এরিয়া কমিটির সম্পাদক কম স্বপন বটব্যাল। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সিপিআই (এম) হুগলী জেলা সম্পাদক রাজ্য কমিটির সদস্য কম দেবব্রত ঘোষ ।
কমরেড রঘুনাথ ঘোষ কমরেড দিলীপ সানকি সভাপতিত্ব সভা পরিচালনা করেন। কম আব্দুল হাই, কম জগন্নাথ ঘোষ, কম অলোক সিংহরায়, কম সুজাতা বিশ্বাস কম অভিজিৎ অধিকারী জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন। মোট ২০২ জন প্রতিনিধির উপস্থিতিতে ২০ জন কমরেড প্রতিবেদনের উপর আলোচনা করেন। কম সঞ্জয় ঘোষকে সম্পাদক করে আগামী দিনের জন্য ১৫ জনের নতুন এরিয়া কমিটি গঠন করা হয়।