চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত :- ৮ই অক্টোবর: – পূর্ব বর্ধমান শহরে কমরেড অজয় রায় আজ ৮ই অক্টোবর রাত ১টা ১৫ মিনিটে প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ১৯৭৪ সালে বিবেকানন্দ কলেজে বি এস সি পড়ার সময়ে তিনি ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। এলাকায় পোস্টার লাগানো থেকে মানুষের কাছে পত্র পত্রিকা পৌঁছানোর সব কাজই তিনি করতেন। সাধারণ মানুষের সাথে মিশতে পারতেন অনায়াসে। কামানতলায় বাড়িতেই ছিলো তাঁর ছোট্ট মিস্টির দোকান। তার থেকেই পরিবারের ব্যায় নির্বাহ হতো। তাঁর দুই পুত্র, স্ত্রী, দাদা, ভাইবোনেরা বর্তমান আছেন যৌথ পরিবারে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর শেষ নিশ্বাস ত্যাগ হয়। তাঁর মৃত্যুর খবর পেয়ে পার্টি নেতৃত্ব আসেন পরিবারের পাশে। আসেন তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, পার্টির জেলা সম্পাদক অচিন্ত মল্লিক। তাঁরা শ্রদ্ধা জানান। প্রয়াত অজয় রায়ের ছোট ভাই এরিয়া কমিটির সম্পাদক তরুণ রায় তাঁর দাদাকে শোকাহত চিত্তে বিদায় দেন এবং নির্মল ঝিলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় মর্যাদার সঙ্গে।