জেলা

হুগলী জেলার বিভিন্ন প্রান্তে বামপন্থী দের রক্তদান কর্মসূচী


জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায়: চিন্তন নিউজ:১২ই জুলাই:-
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটি অধীনে কোন্নগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পার্টি শাখার উদ্যোগে ১২ জুলাই, ২০২০ অরবিন্দ পল্লী বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে ৩ জন যুবতী সহ মোট ৩৪ জন রক্ত দান করেন।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কোন্নগর লোকাল কমিটির অন্তর্গত কোন্নগর পৌর ১৫/১৬ নং ইউনিটের পক্ষ থেকে আজ শৈলেন্দ্রকৃষ্ণ মিত্র স্মৃতি ভবনে ‘রক্তদান শিবির’ অনুষ্ঠিত হলো। এই শিবিরে মোট ২৬জন রক্তদাতা রক্তদান করেন। এর মধ্যে ৮ জন যুবতী।


রক্তদান শিবিরের শুরুতে পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফ‌আই কোন্নগর পৌর ১৫/১৬নং ইউনিটের পক্ষে কমরেড অভিজিৎ পোল্লে। উপস্থিত ছিলেন- ডিওয়াইএফ‌আই হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আভাস গোস্বামী, ডিওয়াইএফ‌আই হুগলী জেলা কমিটির সদস্য ও কোন্নগর লোকাল কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ মুখার্জি, জেলা কমিটির সদস্য কমরেড জয়দীপ মুখার্জি, কোন্নগর লোকাল কমিটির সভাপতি কমরেড বিমল দাস। উপস্হিত ছিলেন উত্তরপাড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কমরেড জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায় ও কমরেড শ্রুতিনাথ প্রহরাজ। উপস্হিত ছিলেন এস‌এফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড বাদশা দাস, এস‌এফ‌আই কোন্নগর আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সুফল সেনগুপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব কমরেড অভিজিৎ চক্রবর্ত্তী, কমরেড মৃণালকান্তি দাস, কমরেড প্রদীপ দেব সহ ছাত্র যুব আন্দোলনের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ। উপস্হিত ছিলেন এই এলাকার গণআন্দোলনের নেতৃবৃন্দ। উপস্হিত ছিলেন এই এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুমিত মিত্র।

ভারতের ছাত্র ফেডারেশন কোতরং- হিন্দমোটর লোকাল কমিটির উদ্যোগে ১২ জুলাই, ২০২০ কোতরং ১ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল চাকী সরণিতে কোতরং-হিন্দমোটর টেলিফোন এক্সচেঞ্জ এর পাশে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য অভিনেতা ও নাট্য পরিচালক চন্দন সেন। এখানে রক্তদান করে মোট ৩৩ জন, এর মধ্যে ছাত্রী ও যুবতী ছিলেন ৭ জন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।