চিন্তন নিউজ: প্রতিবেদনে সুদীপ গড়াই —
পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ সোনারপুর উত্তর আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ নরেন্দ্রপুর স্টেশনে সকাল ৯ থেকে দুপুর ১২ পর্যন্ত, ১৮ টা দাবি নিয়ে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করা হয়। সকল সম্প্রদায়ের মানুষ এই সাক্ষরতা অভিযানে অংশগ্রহণ করে তাদের মূল্যবান স্বাক্ষর দিয়ে এই কর্মসূচিকে সাফল্যমন্ডিত করেছে।
প্রতিবেদনে অভিজিৎ ব্যানার্জী — শ্রমিক- কর্মচারী স্বার্থ বিরোধী ৪টি শ্রমকোড বাতিল কর। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য আনল চালু কর। বিদ্যুৎ সংশোধনী বিল ও প্রি-পেড মিটার বাতিল কর। রেগার সমস্ত বকেয়া মজুরী শোধ কর। বছরে ২০০ দিনের কাজ, দৈনিক ৬০০ টাকা মজুরী নিশ্চিত কর।
ওষুধ, খাদ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয জিনিসের মূল্যবৃদ্ধি রোধ কর। বেকারদের কর্মসংস্থান নিশ্চিত কর। এই দাবী গুলিকে সামনে রেখে ২৬, ২৭, ২৮ নভেম্বর -২০২৩ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যুক্ত মঞ্চ ও সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কেন্দ্রীয় অবস্থান ও রাজভবন অভিযানের তৃতীয় তথা শেষ দিনে কলকাতার রানীরাসমনি রোডের সমাবেশ। সমাবেশের অভিমুখে দঃ২৪ পরগণা সহ বিভিন্ন জেলার মিছিল….