জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: ৩০/১০/২০২৩:- জয়দেব ঘোষঃ-গোঘাট এ এস‌এফ‌আই এর প্রতিষ্ঠার প্রথম সর্বভারতীয় সম্মেলন এর ( 1970)ত্রিবান্দম প্রতিনিধি,কৃষকসভার প্রতিষ্ঠার প্রথম যুগের(গোঘাট) অন্যতম সংগঠক, জীবনের শেষ দিন পর্যন্ত পর্যন্ত পার্টির সবসময়ের সাথি,প্রিয়,কমরেড আব্দুল রসিদ আজ সকাল ছ টায় নিজ বাসভবনে প্রয়াত হলেন, আশি বছর বয়সে। কমরেড আব্দুল রসিদ এর গ্রামের বাড়ি মান্দারন এর ফুলজলার বাড়ি তে তাঁর মরদেহে রক্ত পতাকা দিয়ে শ্রদ্ধা জানান কম দেবু চ্যাটার্জি,মূল্যবান করে শ্রদ্ধা জানান কমরেড দেবু চ্যাটার্জি,ভাস্কর রায়,অভয় ঘোষ, অরুণ পাত্র, সত্য সাধন ঘোষ, সৈয়দ ইমাম, সমিরন রায়,শ্রীকান্ত চক্রবর্তী,তিলক ঘোষ, সৈকত আলি আবুতাহের,সহ অসংখ্য গুনগ্রাহী।সারা এলাকার মানুষ শ্রদ্ধার হৃদয়ে শ্রদ্ধা জানান। কমরেড, রসিদ দা এ আই পি এস ‌ও (AIPSO) র সংগঠক হিসাবে মৃত্যুর আগে পর্যন্ত কাজ করছিলেন। আন্তর্জাতিক সংগীতের মাধ্যমে তাঁকেবিদায় জানান হয়।

সোমনাথ ঘোষঃ-আজ বিকালে ৩০শে অক্টোবর থেকে ৩০ শে নভেম্বর ১ মাস ধরে সভ্য সংগ্রহ কর্মসূচিতে হুগলীর চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার শিয়াখালার চকতাজপুর গ্রামে কৃষক সভার সভ্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচী শুরু হলো । সার বীজ ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ফসলের লাভজনক দাম না পাওয়া, স্মার্ট মিটার চালুর বিপদ, শিক্ষক নিয়োগ, রেশন সহ সব ক্ষেত্রেই দূর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা হয়। উপস্থিত ছিলেন কম রঘুনাথ ঘোষ, কম সোমনাথ ঘোষ, কম কিশোর ভট্টাচার্য্য, কম শুকদেব দাস কম মঙ্গল মন্ডল।

পার্থ চ্যাটার্জীঃ-চন্দননগর ১ নং ওয়ার্ড স্থিত প্রগতি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আজ ৩০শে অক্টোবর পরিষদ ভবনে বিজয়া সম্মেলন এবং আগামী কর্মসূচি বিষয়ে আলোচনা হয়। আজকের সভার সভাপতি হন পার্থ চট্টোপাধ্যায়। সভার মূল বিষয়ে আলোচনা করেন দত্তাত্রেয় ব্যানার্জী এবং সম্পাদক জয়ন্ত চট্টোপাধ্যায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।