চিন্তন নিউজ,৩১অক্টোবর ২০২৩, নয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে আগামী ১লা নভেম্বর সিপিআই(এম)পার্টির পক্ষ থেকে শ্রমিক ,কৃষক ,ক্ষেতমজুর ও ব্লক কমিটির সদস্যদের নিয়ে নয়া বিদ্যুৎ বিলের প্রতিবাদে ভাতাড়ে বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান, বিক্ষোভ কর্মসূচি সফল করতে এক সভা ডাকা হয়েছে।
গত ২৮ অক্টোবর, সিপিআই (এম) গলসী ২ নং এরিয়া কমিটির কুরকুবা গ্ৰাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর শাখার দীর্ঘ দিনের পার্টি সদস্য নিমাই ব্যানার্জী ভোরে প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক। বর্তমানে পার্টির বৃন্দবনপুর শাখার সম্পাদক। কৃষক, শিক্ষক সংগঠন ও স্বাক্ষরতা আন্দোলনের মধ্যে দিয়ে পার্টি তে আসেন। তিনি পার্টি সদস্য পদ পান ২০০৯ সালে। তিনি পার্টির জোনাল কমিটির সর্বক্ষণের কর্মী ছিলেন। তিনি ৮৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবর পেয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত ছিলেন পার্টি ব্লক ও স্থানীয় নেতৃত্ব।
অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং পার্টির বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য উদয় সরকারের তৃতীয় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হল সগরাই এরিয়া কমিটির অফিসে গতকাল ২৯অক্টোবর ।উপস্থিত ছিলেন পার্টির রাজ্যকমিটির সদস্য অমল হালদার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আকতার আলী, সহ রায়না-খন্ডঘোষের অসংখ্য পার্টি কর্মী এবং পরিজনেরা।
সিপিআই (এম) গলসী ২ নং এরিয়া কমিটির মসজিদপুর গ্ৰাম পঞ্চায়েতের গোমাই শাখার দীর্ঘ দিনের পার্টি সদস্য রাম চক্রবর্তী গত ২৭ অক্টোবর ৬৭ বছর বয়সে প্রয়াত হন। তিনি ছিলেন গোমাই শাখার পার্টি সদস্য এবং কৃষক সভার নেতা।কৃষক আন্দোলনের তিনি পার্টি সদস্য পান ১৯৮৬ সালে।এদিন মৃত্যুর খবর পেয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন পার্টি ব্লক ও স্থানীয় নেতৃত্ব।