.
চিন্তন নিউজ:২৫শে মার্চ,:– / সংবাদ দাতা দেবু রায় জানাচ্ছেন যে আজকে যাদবপুর সুকান্ত সেতুর নিচে সান্ধ্য বাজার অঞ্চলে এইডওয়া (AIDWA ) পূর্ব যাদবপুর লোকাল কমিটির পক্ষ থেকে এক পথ সভার আয়োজন করা হয় , এই পথ সভায় বক্তব্য রাখেন জেলার নেত্রী অপর্ণা ব্যানার্জী, ছাড়াও অঞ্চলের মহিলা নেতৃবৃন্দ ,
অপর দিকে জয়নগর থেকে প্রতিনিধি রমা চক্রবর্তী জানাচ্ছেন যে আনিস খান খুনিদের গ্রেফতার ও রামপুরহাটের বগটুই গ্রামে গণ হত্যা , এবং ২৮ এবং ২৯শে সারা ভারত বন্ধ কে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি জয়নগর -২ আঞ্চলিক কমিটির ডাকে এক পথসভার আয়োজন করা হয় !এইখানে বক্তব্য রাখেন!
অপর দিকে সোনারপুর উত্তর এরিয়া কমিটির থেকে ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন যে গড়িয়া রেল স্টেশনে চত্বরে এক পথ সভার আয়োজন করা হয়!বক্তা ছিলেন এরিয়া কমিটির নেতৃবৃন্দ !