জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১৯ শে নভেম্বর – গতকাল ১৮ ই নভেম্বর বর্ধমান সদর ১ এর কামারকিতা গ্রামের ৪৪ বছর বয়সি তরুণ ক্ষেতমজুর পার্টি সদস্য উত্তম হাজরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।২০১১ সালে টি এম সি গুন্ডাবাহিনী কৃষক ও সাধারণ মানুষকে বর্গা জমি থেকে উচ্ছেদ করলে উত্তম হাজরা এলাকার মানুষকে সাথে নিয়ে জমি পুনরুদ্ধার করেন। পরে আবার তাঁর ওপরে নানান নির্যাতন চলতে থাকলেও তিনি মাথা নোয়াননি। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে এরিয়া কমিটির সম্পাদক মেহেবুব আলম, অজয় শেঠ, অশোক ঘোষ প্রমুখ সেখানে উপস্থিত হন ও মালা দিয়ে শ্রদ্ধা জানান।

রায়না -২ এরিয়া কমিটির উদ্যোগে বামপন্থী গণসংগঠন সমূহের ডাকে ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে পহালান পুর অঞ্চলে মিছিল ও পথসভা হয়। উপস্থিত থাকেন রায়না-২ এরিয়া কমিটির সম্পাদক মির্জা আকতার আলী, বাসুদেব খাঁ ও জামাল উদ্দিন খাঁ। পথসভায় বক্তব্য রাখেন- অনির্বাণ রায় চৌধুরী, বিশ্বরূপ হাজরা।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পূর্বস্থলী এরিয়া কমিটির উদ্যোগে আগামী ২৬শে নভেম্বর সারা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটকে সামনে রেখে কাঁলেখাতলা-২ পঞ্চায়েতর বিভিন্ন এলাকায় গাড়ি প্রচার ও বিভিন্ন জায়গায় জায়গায় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা ও এলাকার বাম বিধায়ক – প্রদীপ কুমার সাহা, বিন কাশিম সেখ, যুব নেতা বীরেশ্বর নন্দী, কমঃ অনুপ ঘোষ, প্রবীর দেবনাথ, ছাত্র নেতা নয়ন দাস , এবং নেহেরু কুরী আর সাথে থাকেন পার্টি সদস্য ও কর্মীরা।
কাটোয়া শহরের বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দু’ঘন্টা ধরে বাসশ্রমিক, বাসযাত্রী, রিক্সাচালক, ঠিকা শ্রমিক, স্ট্রীট হকার, ছোট দোকানদারদের মধ্যে সাধারণ ধর্মঘটের প্রচার ও সি আই টি উ তহবিলে গণসংগ্রহ কর্মসূচি পালিত হয়।

বর্ধমান শহর ১ এর স্মল ইঞ্জিনিয়ারিং ইউনিয়ন শহরের ৯ টি ইঞ্জিনিয়ারিং কারখানায় ও গ্যারাজে আগামী ধর্মঘটের প্রচার ও পোস্টার লাগানো ও সামিল হওয়ার আবেদন জানান।
বর্ধমান শহর ১ এরিয়া কমিটির উদ্যোগে বিধানপল্লী থেকে সাইকেল মিছিল বের হয়। উপস্থিত ছিলো টি ১ ও টি ১৩ শাখা, ছাত্র, যুব শাখা।

আজ বিকাল ৪ টায় সুভাষ পল্লী পার্টি অফিস থেকে সাইকেল মিছিল শুরু হলো। ১,২,৩ নং ওয়ার্ড ও ২৫ থেকে ৩২ নং ওয়ার্ড , ( পাড়াপুকুর জি,টি রোড পশ্চিম অংশ ৭ নং ওয়ার্ড আংশিক) সাইকেল মিছিল করা হলো বর্ধমান শহর-১ এরিয়া কমিটির উদ্যোগে। এতে টি/১৪-টি ২৮ শাখা অংশগ্রহণ করেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।